ভোট মিটলেও এখনও অশান্তি জেলায় জেলায়
পুরভোটের পরেরদিনও অশান্তি থামল না। জেলায় জেলায় সন্ত্রাসের রক্তচক্ষু। ফের বোমা পড়ল কাটোয়া পুরসভার সামনে। মালদায় শাসকদলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের দাবিতে বসিরহাটের হরিশপুরে টাকি রোড অবরোধ করলেন বাসিন্দারা। সন্ত্রাসের আতঙ্কে এখনও গৃহবন্দি ভাটপাড়ার বেশ কিছু ভোটার।
ওয়েব ডেস্ক: পুরভোটের পরেরদিনও অশান্তি থামল না। জেলায় জেলায় সন্ত্রাসের রক্তচক্ষু। ফের বোমা পড়ল কাটোয়া পুরসভার সামনে। মালদায় শাসকদলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের দাবিতে বসিরহাটের হরিশপুরে টাকি রোড অবরোধ করলেন বাসিন্দারা। সন্ত্রাসের আতঙ্কে এখনও গৃহবন্দি ভাটপাড়ার বেশ কিছু ভোটার।
কাটোয়ার আটটি বুথে পুনর্নির্বাচন। তার আগে এদিন কংগ্রেস কর্মীদের নিয়ে সভা করেন অধীর চৌধুরী। সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এরপরেই আগুনে ঘি পড়ে। পুর এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় বোমাবাজি। বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার বিশাল পুলিস বাহিনী নিয়ে পৌছে যান ঘটনাস্থলে। এদিন নিহত তৃণমূল কর্মীর বাড়ি যান তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘটনায় কংগ্রেসের দিকেই অভিযোগের আঙুল তোলেন ফিরহাদ হাকিম।
উত্তর ২৪ পরগনা
শনিবার ভাটপাড়ার ৩৫ নং ওয়ার্ডে পুলিসের সামনে বুথের ভিতর ঢুকে ইভিএম ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। নিরঞ্জননগর প্রাথমিক স্কুলের ঘটনার রেশ ছড়িয়ে পড়ে এদিনও। এখনও আতঙ্কে ২৯০, ২৯১ ও ২৯২ নম্বর বুথের ভোটাররা।
ভোট দিতে না পারায় পুনর্নির্বাচনের দাবিতে এদিন বসিরহাটের হরিশপুরে টাকি রোড অবরোধ করেন বেশ কিছু ভোটার। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট, রিগিং ও বুথ জ্যামের অভিযোগ তুলে এদিন মিছিল করে কংগ্রেস। বসিরহাটের প্রান্তিক ময়দান থেকে মহকুমাশাসকের কার্যালয় পর্যন্ত মিছিল হয়। দাবি, পুনর্নির্বাচন।
মালদহ
নির্বাচন-পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদা। শনিবার রাত থেকেই উত্তাল পুরসভার ১ ও ৪ নম্বর ওয়ার্ড। সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেস যৌথ উদ্যোগে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। বেশ কয়েকজন তৃণমূল কর্মী ঘরছাড়া।
ঘটনাস্থলে পৌছয় ডিএসপি ডিএনটি উত্তম মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।