ভোট গণনা- LIVE UPDATE (3)

রাত ৮টা ১৯-- মুর্শিদাবাদে ৬টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। ৪টি পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে। ২টি বামেদের দখলে। রাত ৮টা ১৮-- তেহট্টে দুটি পঞ্চায়েত সমতি বামেদের দখলে।

Updated By: Jul 29, 2013, 08:20 PM IST

জেলা পরিষদের রায় সম্পূর্ণ হল। ১৭টি জেলার মধ্যে ১৩টিতে জিতল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে জেলা পরিষদ ধরে রাখল বামফ্রন্ট। মুর্শিদাবাদে অধীর ম্যাজিকে মুখরক্ষা কংগ্রেসের। মালদা, উত্তর দিনাজপুরে সংখ্যাগরিষ্ঠ বামফ্রন্ট। তবে এই দুটি জেলায় বোর্ড গঠনের প্রয়োজনীয় সংখ্যা নেই বামেদের।
সকাল ৫টা ৫১-- ১৩টি জেলা পরিষদ দখল করল তৃণমূল। জেলা পরিষদে তৃণমূলের বিজয় ধ্বজার সর্বশেষ সংযোজন হল উত্তর ২৪ পরগনা। দক্ষিণবঙ্গে একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত হল তৃণমূলের।
এখনও পর্যন্ত ১২টি জেলা পরিষদে জয় তৃণমূল কংগ্রেসের। জলপাইগুড়ি জেলা পরিষদ ধরে রাখল বামফ্রন্ট। মুর্শিদাবাদে অধীর ম্যাজিক অটুট, জেলা পরিষদ বামেদের কাছ থেকে ছিনিয়ে নিল কংগ্রেস।
দেখুন জেলা পরিষদে আসনভিত্তিক ফল
দেখুন পঞ্চায়েত সমিতিতে জেলাভিত্তিক ফলাফল
দেখুন গ্রাম পঞ্চায়েতে জেলাওয়াড়ি ফলাফল

প্রতিবাদের ঢেউ তোলা কামদুনিতে জিতল তৃণমূল কংগ্রেস। আর খরজুনা পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল বামেরা।
তৃণমূলের সাফল্যের মাঝেও কাঁটা মালদা, মুর্শিদাবাদ। দুটি জেলাতেই দাঁত ফোটাতে পারল না রাজ্যের শাসক দল। মালদহ জেলা পরিষদ ত্রিশঙ্কু হল।
পঞ্চায়েত সমিতির প্রায় সব আসনের গণনা শেষ। পঞ্চায়েত সমিতির মোট হিসাব এই রকম--মোট আসন- ৩২৯, ঘোষিত আসন- ৩২৫, তৃণমূল কংগ্রেস-৩২৫, বামফ্রন্ট-৬৪, কংগ্রেস-২১, অন্যান্য-২৬।
দক্ষিণবঙ্গের ১০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে থাকল।
রাত ৩টা- ১২টি জেলা পরিষদ দখল করা হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের জেলা পরিষদের ঝুলিতে সর্বশেষ সংযোজন হাওড়া। গতবার হাওড়া ছিল বামেদের দখলে।
২টা ৫১-- দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ দখল করল তৃণমূল।
২টা ৩০-- দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদে জয়ী তৃণমূল।
রাত ২টা ১৩--নদিয়ার জেলা পরিষদ দখল করল তৃণমূল।
রাত ২টা ৮-- মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করল কংগ্রেস।
ঘোষিত আসন-৩৩২, তৃণমূল-২৭৮, বামফ্রন্ট-৩৯, কংগ্রেস-১৪, বিজেপি-০, অন্যান্য-১
নজিরবিহীন ঘটনা, মেমারি মন্টেশ্বর জলঙ্গি পাড়ার ৫৩টি কেন্দ্রে ফের হবে ভোট। কারণ গণনা কেন্দ্র থেকে ব্যালট বক্স ছিনতাই করে নেওয়া হল।
রাত ১২টা ৫১-- পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ নিজেদের দখলে রাখল তৃণমূল। গতবারও এই জেলা পরিষদ ছিল তৃণমূলের দখলে।
রাত ১২টা ৪৮-- জলপাইগুড়ি জেলা পরিষদ বামফ্রন্টের দখলে। তবারও এই জেলা পরিষদ ছিল বামফ্রন্টের দখলে।
রাত ১২টা ৪৭-- দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে।
রাত ১২টা ৩২-- পুরুলিয়ার জেলা পরিষদও তৃণমূলের দখলে।
রাত ১২টা ২৭--বাঁকুড়ায় পঞ্চায়েত সমিতির গণনা শেষ। ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০টিতে জয়ী তৃণমূল।
রাত ১২টা ২০-- বীরভূমের জেলা পরিষদ তৃণমূলের দখলে।
রাত ১২টা ১৭-- অন্ডালের ৬৬ নম্বর বুথে বামেরা জয়ী হওয়ার পর তৃণমূলের তরফে ফের গণনার দাবি তোলা হয়। সিপিআইএম প্রার্থী ও এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিআইএম এজেন্টদের ছাড়াই চলছে ভোট গণনা।
রাত ১১টা ৫০- আরও একটা জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলার দখল নিল তৃণমূল। গতবার এই জেলায় জেলা পরিষদ ছিল বামফ্রন্টের দখলে।

১১টা ৩৯-- হাওড়াতে ১৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ঘোষিত ১৩টির মধ্যে ১৩টিতেই  জয়ী তৃণমূল।
১১টা ৩৭-- হুগলিতে ১৮টা পঞ্চায়েত সমিতির মধ্যে ঘোষিত ১৪। তৃণমূল ১১টি ও বামফ্রন্ট ৩টিতে জয়ী।
১১টা ৩৫-- জলপাইগুড়িতে মোট ১৩টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৭টিতে জয়ী বামফ্রন্ট, ২টিতে তৃণমূল, ১টি তে কংগ্রেস ও ৩টিতে জয়ী অনান্যরা।
১০টা ৩২-- দক্ষিণ দিনাজপুরে ৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৬টি তৃণমূলের দখলে। ২টি পেয়েছে বামফ্রন্ট।
১০টা ৩১-- কোচবিহারে ১২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৯টি তৃণমূলের দখলে ৩টি বামেদের।
১০টা ২৭-- বর্ধমান, হুগলি, কোচবিহার ও পশ্চিম মেদিনীপুরের জেলাপরিষদ দখল করল তৃণমূল।
১০টা ২৪-- নদিয়ায় ১৭টি জেলা পরিষদের মধ্যে ৭টি তৃণমূল, ৯টি বামেরা ও ১টি অনান্যরা পেয়েছে।
১০টা ২২-- পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত সমিতির গণনা শেষ। ২৯টি আসনের মধ্যে ২৮টি পেয়েছে তৃণমূল। ১টি পেয়েছে কংগ্রেস।
১০টা ১৬-- হুগলির ঘোষিত ১১টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১০টি তৃণমূলের দখলে, ১টি বামফ্রন্টের দখলে।
১০টা-১৩--মুর্শিদাবাদে ২৬টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। বামেরা পেয়েছে ১২টি, কংগ্রেস পেয়েছে ৯টি, ত্রিশঙ্কু ৫টি।
১০টা ০৫-- উত্তর ২৪ পরগনার ১৩টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত, ৯টি পঞ্চায়েত তৃণমূলের দখলেমালদহে জেলা পরিষদের ৩টি আসনের ফল ঘোষিত, ২টি আসন পেয়েছে তৃণমূল, ১টি পেয়েছে কংগ্রেস
১০টা-- মালদহে ১১টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত, বামফ্রন্টের দখলে ৬টি পঞ্চায়েত সমিতি, কংগ্রেসের দখলে ৪টি পঞ্চায়েত সমিতি, ১টি পঞ্চায়েত সমিতি ত্রিশঙ্কু
৯টা ৪০-- বর্ধমানে এখনও পর্যন্ত ঘোষিত ২১টা জেলাপরিষদের আসনের মধ্যে ২১টাই তৃণমূলের দখলে।
৯টা ৩৪--রাজারহাটে সিপিআইএম জেলা পরিষদের প্রার্থীর এজেন্টকে মারধর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
৯টা ৩১-- হুগলিতে এখনও পর্যন্ত ঘোষিত ১০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১০টিই তৃণমূলের দখলে।
৯টা ২৮-- বাঁকুড়ায় পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। তৃণমূল পেয়েছে ২১টি, বামফ্রন্ট পেয়েছে ১টি।
৯টা ২৭-- মুর্শিদাবাদে ২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১১টা বামফ্রন্টের দখলে, ৭টা পেয়েছে কংগ্রেস, নির্দল ২টি।
৯টা ০৩-- উত্তর দিনাজপুরে এখনও পর্যন্ত ঘোষিত ৩টি পঞ্চায়েত সমিতির মধ্যে বামফ্রন্ট, তৃণমূল, কংগ্রেস প্রতি দল একটি করে পঞ্চায়েত সমিতি দখল করেছে।
৯টা ০১-- পূর্ব মেদিনীপুরে ২৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৫টি তৃণমূলের দখলে।
৮টা ৫২-- বনগাঁ, বাগদা, গাইঘাটা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৮টা ৫০-- উত্তর ২৪ পরগণায় স্বরূপনগর পঞ্চায়েত সমিতি তৃণমূলের থেকে ছিনিয়ে নিল বামেরা। বারাকপুরে ১ ও ২ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে।
৮টা ৪৯-- মালদহের কালিয়াচক পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে।
৮টা ৩৪-- নদিয়ার সবকটি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। ৯টি বামফ্রন্টের দখলে। ৭টি পেয়েছে তৃণমূল। শান্তিপুর ত্রিশঙ্কু।
৮টা ২৬-- বাঁকুড়ায় ২২টির মধ্যে ১৯টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। ১৮টি সমিতি তৃণমূলের দখলে। ১টি পেয়েছে বামফ্রন্ট।
৮টা ২৪-- বীরভূমের মোট ১৯টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। তৃণমূল পেয়েছে ১২টি, বামেরা পেয়েছে ২টি, ২টি পঞ্চায়েত সমতি ত্রিশঙ্কু।

রাত ৮টা ২২-- ইসলামপুরে কেন্দ্রীয় বাহিনীর লাঠি। গণনা কেন্দ্রের বাইরে ভিড়ের জেরে লাঠি চালনা। ১৬ জন আহত। বাহিনীর বিরুদ্ধে অকারণে লাঠি চালনার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

রাত ৮টা ১৯-- মুর্শিদাবাদে ৬টি পঞ্চায়েত সমিতির ফল ঘোষিত। ৪টি পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে। ২টি বামেদের দখলে।

রাত ৮টা ১৮-- তেহট্টে দুটি পঞ্চায়েত সমতি বামেদের দখলে।
সারা দিনের LIVE UPDATE জানতে ক্লিক করুন এখানে

আরও খবর জানতে ক্লিক করুন এখানে

.