বেআইনি উচ্ছেদ ঘিরে উত্তপ্ত মেদিনীপুরের নিবেদিতা পল্লি

বেআইনি উচ্ছেদ ঘিরে উত্তেজনা মেদিনীপুরের নিবেদিতা পল্লি এলাকায়। গভীর রাতে ৭টি বেআইনি ঘর ভেঙে দিল পুরসভা। পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কোতোয়ালি থানার IC নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

Updated By: Jan 30, 2017, 09:01 AM IST
বেআইনি উচ্ছেদ ঘিরে উত্তপ্ত মেদিনীপুরের নিবেদিতা পল্লি
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: বেআইনি উচ্ছেদ ঘিরে উত্তেজনা মেদিনীপুরের নিবেদিতা পল্লি এলাকায়। গভীর রাতে ৭টি বেআইনি ঘর ভেঙে দিল পুরসভা। পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কোতোয়ালি থানার IC নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

গৃহহীনদের অভিযোগ, কোনও রকম আগাম খবর ছাড়া তাঁদের উচ্ছেদ করা হয়েছে। ঘর খালি করতে ন্যূনতম সময় তাঁদের দেওয়া হয়নি। তাঁদের দাবি, পুর চেয়ারম্যানের অনুমতি নিয়েই দীর্ঘ ৬ বছর ধরে এই এলাকায় তাঁরা ঘর করে রয়েছেন। পুরকরও তাঁরা দেন। তারপরও কেন উচ্ছেদ তা নিয়ে প্রশ্ন তুলেছেন গৃহহীনরা। তাঁদের অভিযোগ, মোটা টাকায় জমি বিক্রি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা পুর চেয়ারম্যানের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে গুসকরায় আজ অধীর চৌধুরীর সভায় 'না' প্রশাসনের

.