মাজদিয়া, রায়গঞ্জের সেই তাণ্ডব এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে

রায়গঞ্জ, মাজদিয়ার পর এবার নদিয়াও। নৈরাজ্য থেকে রেহাই পেল না কল্যানী বিশ্ববিদ্যালয়ও। এবারেও কাঠগড়ায় শাসক দল। বিশ্ববিদ্যালয়ে কার্যত তাণ্ডব চালালো তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। মারধর, তাণ্ডবের সেই ছবি উঠে এল  সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

Updated By: Feb 18, 2015, 10:31 PM IST

ওয়েব ডেস্ক: রায়গঞ্জ, মাজদিয়ার পর এবার নদিয়াও। নৈরাজ্য থেকে রেহাই পেল না কল্যানী বিশ্ববিদ্যালয়ও। এবারেও কাঠগড়ায় শাসক দল। বিশ্ববিদ্যালয়ে কার্যত তাণ্ডব চালালো তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা। মারধর, তাণ্ডবের সেই ছবি উঠে এল  সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

মঙ্গলবার দুপুর। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ  তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির। দাবি  উপাচার্যের অপসারন। তারপর হামলা। শিক্ষাবন্ধুদের হাত থেকে রেহাই পাননি প্রবীন অধ্যাপকও। বিক্ষোভের নামে হেনস্থা। আতঙ্কটা পিছু ছাড়ছে না। গত কয়েক বছরে বার বার হামলা, হিংসা শিক্ষাপ্রতিষ্ঠানে।

যাদবপুর বিদ্যাপীঠ-

শুরুটা স্কুল দিয়ে। যাদবপুর বিদ্যাপীঠ। ছাত্রভর্তি নিয়ে মারধর হেডমাস্টারকে। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর।

রায়গঞ্জ কলেজ-

তৃণমূল সমর্থকদের হাত থেকে বাঁচতে চাইছেন রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ। শিউরে ওঠে সারা রাজ্য।

রামপুরহাট কলেজ

ক্যামেরা সামনেই অধ্যক্ষকে ঘেরাও করে হুমকি। হেনস্থার জেরে অসুস্থ অধ্যক্ষ।

মাজদিয়া কলেজ

মাজদিয়ায় অধ্যক্ষকে নিগ্রহের অভিযোগ। সেবারে কাঠগড়ায় এসএফআই। জামিন অযোগ্য ধারায় মামলার জেরে অভিযুক্তদের হাজতবাস।

ভাঙড় কলেজ

তৃণমূল নেতা আরাবুলের তাণ্ডবের সাক্ষী ভাঙড় কলেজ। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারার অভিযোগ ।

শিক্ষাঙ্গনে নৈরাজ্যের মিছিল। পরিস্থিতি সামলাতে বার বার মুখ্যমন্ত্রীর বার্তা। তবুও ক্যাম্পাসের অশান্তি কিন্তু থামছে না।

 

.