অজানা জ্বরে মুর্শিদাবাদে মৃত ৪
অজানা জ্বরে মুর্শিদাবাদে গত তিন দিনে মৃত্যু হল চারজনের। অসুস্থ পনেরো জন। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। জ্বরের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে আজই জেলা স্বাস্থ্য দফতরের চারজনের একটি দল রসুলপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রঘাট গ্রামে যায়।
মুর্শিদাবাদ: অজানা জ্বরে মুর্শিদাবাদে গত তিন দিনে মৃত্যু হল চারজনের। অসুস্থ পনেরো জন। মৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। জ্বরের কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে আজই জেলা স্বাস্থ্য দফতরের চারজনের একটি দল রসুলপুর গ্রাম পঞ্চায়েতের চন্দ্রঘাট গ্রামে যায়।
গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়। অসুস্থদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। ম্যালেরিয়া এবং কালাজ্বর প্রতিরোধে স্প্রে করা হয়েছে গ্রামের সবকটি বাড়িতে। আগামী কয়েকদিন মেডিক্যাল টিম এই গ্রামে থাকবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এই জ্বর এনসেফালাইটিস কিনা। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকে এনসেফালাইটিসের রিপোর্ট পাওয়ার পর রাজ্য সরকারের তরফে উত্তরবঙ্গের সাতটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।