বেড়েই চলেছে অজানা জরের প্রকোপ
রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে অজানা জ্বরের প্রকোপও। দক্ষিণ দিনাজপুরে অজানা জ্বরে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অনেকেই।
Updated By: Nov 1, 2011, 04:46 PM IST
রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গি, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা। বাড়ছে অজানা জ্বরের প্রকোপও। দক্ষিণ দিনাজপুরে অজানা জ্বরে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন অনেকেই। জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত মোট ছাব্বিশজন আক্রান্ত হয়েছেন জ্বরে। আক্রান্তদের মধ্যে নজন অবশ্য ম্যালেরিয়ায় আক্রান্ত বলে জানানো হয়েছে। তবে রোজ জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এখন আতঙ্কে দিন কাটচ্ছেন স্থানীয় বাসিন্দারা।