তৃণমূলের পৌরসভা, বিক্ষুদ্ধ দলেরই কাউন্সিলর

তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার সরব হলেন দলেরই কাউন্সিলর শেখ সেলিম। এই ঘটনায় রীতিমতো লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ শেখ সেলিম।

Updated By: Mar 31, 2013, 09:44 AM IST

তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পৌরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার সরব হলেন দলেরই কাউন্সিলর শেখ সেলিম। এই ঘটনায় রীতিমতো লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ শেখ সেলিম।
উনত্রিশটি ওয়ার্ড নিয়ে ২০১০ সালের অগাস্ট মাসে উলুবেড়িয়া পৌরসভায় বোর্ড গঠন করে তৃণমূল। এবার সেই পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলো খোদ দলেরই ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম। তাঁর অভিযোগ, কোন খাতে কত টাকা বরাদ্দ হবে বা কত টাকা খরচ হচ্ছে তা তাঁকে জানাননি পুরসভার চেয়ারম্যান। এমনকি এসম্পর্কে কোনও তথ্য জানতে চাইলে তাও তাঁকে জানানো হয়নি বলে অভিযোগ শেখ সেলিমের। এই নিয়ে এলাকার সাংসদ সুলতান আহমেদ এবং মন্ত্রী হায়দার আজি সোফিকে লিখিত ভাবে দুর্নীতির কথা জানান তিনি। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান।
 
লিখিত অভিযোগের পর সুলতান আহমেদ এবং বিধায়ক উলুবেড়িয়া পুরসভায় যান এবং তথ্য অনুসন্ধানের জন্য মূল কম্পুটারের  হার্ড ডিস্ক খুলে নিয়ে যান।  

.