ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার কড়া ইউ.জি.সি, নির্দেশিকা গেল সব উপাচার্যদের কাছে

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে লিংডো কমিশনের সুপারিশ কড়া হাতে কার্যকর করা হোক। সমস্ত উপাচার্যদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। UGC-র এই নির্দেশিকা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Updated By: May 31, 2016, 08:50 AM IST
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এবার কড়া ইউ.জি.সি, নির্দেশিকা গেল সব উপাচার্যদের কাছে

ওয়েব ডেস্ক: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে লিংডো কমিশনের সুপারিশ কড়া হাতে কার্যকর করা হোক। সমস্ত উপাচার্যদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। UGC-র এই নির্দেশিকা রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ধুন্ধুমার। শিক্ষাঙ্গনে অশান্তির চেনা ছবি। ছাত্র ভোটে হিংসা এড়াতে ২০০৬ সালে লিংডো কমিশনের  সুপারিশ কার্যকর করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু বারবার বলা সত্ত্বেও সব জায়গায় তা কার্যকর করা হয়নি। পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে  ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার জানিয়ে দেয়, জুন জুলাই মাসে নির্বাচন করা হবে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র নির্দেশিকা নতুন মাত্রা যোগ করল। এর আগে লিংডো কমিশনের সুপারিশ কার্যকর করতে অনুরোধ করেছে ইউজিসি। আর এবার ইউজিসি এবিষয়ে কড়া হতে বলেছে উপাচার্যদের। লিংডো কমিশনের কোন কোন সুপারিশ সুপ্রিম কোর্ট কার্যকর করতে বলেছিল এক নজরে তা দেখে নেওয়া যাক।  

১. কোনও বিশ্ববিদ্যালয় বা তার আওতাভুক্ত কলেজে যদি শান্তিপূর্ণ ভাবে অবাধ ও স্বচ্ছ নির্বাচন করার পরিবেশ না থাকে, তাহলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজকে মনোনয়নের ভিত্তিতে ছাত্র প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে।

২. মনোনয়নের ভিত্তিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার পদ্ধতি রিভিউ করতে হবে দুবছর অন্তর। অর্থাত্‍ ধরে নেওয়াই যায়, ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি বা যাঁরা মনোনীত হবেন, তাঁদের ন্যূনতম মেয়াদ হবে দুবছর।

৩. বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্ত্ব শাসিত সংস্থা, তাই  পরিস্থিতি বিবেচনা করে ইলেকশন অথবা সিলেকশনে যেতে পারে তারা। সেক্ষেত্রে অ্যাপেক্স স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডিতে সব ছাত্র, সমস্ত কলেজ এবং বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

৪. আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী, যাঁদের বয়স সতেরো থেকে বাইশের মধ্যে তাঁরাই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।

৫. পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়াদের প্রতিনিধি হতে হলে সর্বোচ্চ বয়সসীমা ২৪ থেকে ২৫ বছর।

৬. রিসার্চ স্কলারদের প্রতিনিধি হতে হলে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর।

৭. ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করতে হলে পঁচাত্তর শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক।

লিংডোর কমিশনের এই সব সুপারিশ কার্যকর করতে গিয়ে এর আগে বারবারা পিছু হটতে হয়েছে রাজ্যকে। কারণ সেই রাজনৈতিক চাপ। এবার কতটা কড়া ভাবে এই সব সুপারিশ কার্যকর করা হবে, সেটাই চ্যালেঞ্জ।

.