বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা বাম শিবিরে, দলত্যাগী ডাকসাইটে ফরোয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ
বিধানসভা নির্বাচনের আগে বড়সর ধাক্কা খেল বামেরা। দল ছাড়ছেন ফরোয়ার্ড ব্লকের ডাকসাইটে নেতা উদয়ন গুহ। দলের রাজ্য কমিটি, কোচবিহারের সম্পাদক পদ ছাড়ছেন তিনি। পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন অশোক ঘোষের কাছে। জোর জল্পনা, তৃণমূলে যাচ্ছেন উদয়ন গুহ।
ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে বড়সর ধাক্কা খেল বামেরা। দল ছাড়ছেন ফরোয়ার্ড ব্লকের ডাকসাইটে নেতা উদয়ন গুহ। দলের রাজ্য কমিটি, কোচবিহারের সম্পাদক পদ ছাড়ছেন তিনি। পদত্যাগ পত্র পাঠিয়েও দিয়েছেন অশোক ঘোষের কাছে। জোর জল্পনা, তৃণমূলে যাচ্ছেন উদয়ন গুহ।
কোচবিহারের দোর্দণ্ডপ্রতাপ ফরোয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহর সঙ্গে দলের রাজ্য সম্পাদক অশোক ঘোষের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি সেই বিরোধ এমন জায়গায় পৌছায় যে উদয়নবাবু সোশাল মিডিয়ায় অশোক ঘোষকে তুলধোনা করেন। ফেসবুকে পোস্টে তিনি লেখেন,
সচিন তেন্ডুলকরের মতো খেলোয়াড়ও তার পার্ফমেন্সের শিখরে থাকার সময় সসম্মানে সরে দাঁড়ান। ফরোয়ার্ড ব্লকের নব্বই উর্দ্ধ নেতাদের সচিনকে দেখে শেখা উচিত, কী ভাবে সম্মান থাকতে থাকতে পদ ছাড়তে হয়।
আর সেই পোস্ট বাম কর্মী সমর্থকদের একাংশের লাইকের বন্যায় ভেসে যায়। দলের বিভিন্ন রাজ্য কমিটির বৈঠকে নেতাদের সামনেই উদয়ন গুহ প্রশ্ন তোলেন,
অসুস্থ অশীতিপর নেতারা যদি সরে না দাঁড়ান তাহলে কোনও অবস্থাতেই বামেদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। বৃদ্ধদের কারনেই ফরোয়ার্ড ব্লক মুখ থুবড়ে পরেছে।
বহু বিদ্রোহের পরও দলে পরিবর্তন হয়নি। ক্ষুব্ধ উদয়ন গুহ তাই দলের সমস্ত পদ থেকে বুধবার ইস্তফা দেন। তবে ফরোয়ার্ড ব্লকের একটি অংশের মত,
তৃণমূলে যোগ দেওয়ার পরিকল্পনা করেই দল ছাড়তে উদ্যোগী হয়েছেন উদয়নবাবু। মঙ্গলবার বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
উদয়ন গুহর এই সিদ্ধান্ত বাম শিবিরে বড় ধাক্কা। কারন বিধানসভা নির্বাচনে বামেদের ভরসা উত্তরবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে অশোক ভট্টাচার্যর মতোই দাপুটে উদয়ন। তিনিও পুরভোটে তৃণমূলকে চ্যালেঞ্জ দিয়ে লড়েছেন। জিতেওছেন। তাই শুধু ফরোয়ার্ড ব্লক নয়, আশঙ্কার ছায়া আলিমুদ্দিনেও।