ট্রেনের ধাক্কায় হাতকাটা গেল রেলকর্মীর

Updated By: Oct 27, 2015, 10:56 PM IST
ট্রেনের ধাক্কায় হাতকাটা গেল রেলকর্মীর

ওয়েব ডেস্ক: ট্রেনের ধাক্কায় গুরুতর জখম রেলকর্মী। ঘটনাস্থল ধূপগুড়ির আলতাগ্রাম স্টেশন।

গতকাল আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার পর RPF জওয়ানরা লাইনের ধার থেকে গোঙানির শব্দ পান। শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতেই তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রেলেরই এক কর্মী। সারা শরীর জুড়ে আঘাত। কাটা পড়েছে ডান হাত। পায়েও গুরুতর চোট। তড়িঘড়ি তাঁকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখম রেলকর্মীর নাম চন্দ্রদেব রায়। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

.