ট্রাফিক ব্যবস্থা উন্নত করতে সার্জেন্টদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন রাজ্য
Updated By: Oct 21, 2014, 04:11 PM IST
হাওড়া সিটি পুলিসের উদ্যোগে ঢেলে সাজানো হচ্ছে ট্রাফিক ব্যবস্থা। ট্যাফিক ব্যবস্থা আরও আধুনিক ও স্মার্ট করে তুলতে সার্জেন্টদের দেওয়া হয়েছে ২৫টি ট্যাব। ট্যাবের সঙ্গে রয়েছে ব্লুটুথ প্রিনটারও। এরপর কোন গাড়ির চালক আইনভঙ্গ করলে স্পটেই ফাইন করা যাবে চালককে।
চালান দেওয়ার সঙ্গে সঙ্গেই সার্জেন্টের হাতে থাকা ট্যাবেই ই-পেমেন্টের মাধ্যমে চালররা মেটাতে পারবেন ফাইন। অন্যদিকে, হাওড়া স্টেশনের প্রিপেড ট্যাক্সি বুথে এবার থেকে যাত্রীরা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া মেটাতে পারবেন। তিন চার মাসের মধ্যেই চালু হবে এই ব্যবস্থা। স্টেশনের সামনে চারটি ট্যাক্সি লেনে বসানো হচ্ছে আরএফআইডি। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের মাধ্যমে কোন ট্যাক্সি যাত্রীদের রিফিউজ করলে বা আইনভঙ্গ করলে সরাসরি সেই ট্যাক্সির যাবতীয় তথ্য চলে যাবে পুলিসের ডেটাবেসে।