টোল ট্যাক্স চালু দার্জিলিংয়ে

এবার থেকে দার্জিলিংয়ে ঢুকতে গেলেই মাথাপিছু দিতে হবে পাঁচ টাকা করে টোল ট্যাক্স। গতকাল থেকেই এই কর চালু করেছে পুরসভা। ছোট চারচাকার গাড়ি সঙ্গে থাকলে করের পরিমাণ কুড়ি টাকা।

Updated By: Nov 16, 2011, 11:16 AM IST

এবার থেকে দার্জিলিংয়ে ঢুকতে গেলেই মাথাপিছু দিতে হবে পাঁচ টাকা করে টোল ট্যাক্স। গতকাল থেকেই এই কর চালু করেছে পুরসভা। ছোট চারচাকার গাড়ি সঙ্গে থাকলে করের পরিমাণ কুড়ি টাকা। পাহাড়ে পুর পরিষেবা বাবদ এই কর চালু করা হল বলে জানিয়েছেন দার্জিলিংয়ের মহকুমাশাসক। টোল ট্যাক্স নিয়ে তেমন কোনও আপত্তি নেই পর্যটকদেরও। শীতের শুরুতে যদি শীতের দেশ আপনাকে টানে, তাহলে হাতের কাছেই রয়েছে আমাদের চেনা দার্জিলিং। সপ্তাহ খানেকের ছুটি পেলে স্বচ্ছন্দেই ঘুরে আসা যায় শিবালিকের কোলের এই শৈলশহরে। তবে, এবার থেকে দার্জিলিংয়ে ঢুকতে গেলেই মাথাপিছু গুণতে হবে পাঁচ টাকা টোল ট্যাক্স। মঙ্গলবার থেকে এই কর চালু হয়েছে। করের অঙ্কও তেমন কিছু বড়সড় নয়। তাই দিতে আপত্তি জানাচ্ছেন না পর্যটকরাও। শুধু পর্যটক বা তাঁদের সঙ্গে থাকা গাড়ির জন্য করই না, গাড়ি যত্রতত্র দাঁড় করালে এবার থেকে দিতে হবে জরিমানাও। পুরসভার বক্তব্য, পাহাড়ে পুর পরিষেবার জন্য যাবতীয় কর এতদিন বহন করতে হত স্থানীয় বাসিন্দাদেরই। কিন্তু, এবার থেকে তার একটা অংশ পর্যটকদের কাছ থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার থেকেই দার্জিলিংয়ে প্রবেশের প্রতিটি পথে এই কর আদায়ের বিজ্ঞপ্তি টাঙিয়ে দেওয়া হয়েছে।

.