তৃণমূলের দৌরাত্ম্যে বন্ধ কারখানা

তৃণমূলের দৌরাত্ম্যে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা। তৃণমূলের সংগঠিত গ্রামবাসীদের আন্দোলনের জেরে তিন দিন ধরে বন্ধ কারখানার গেট। সমস্যার সূত্রপাত, কারখানার রাস্তার জমি নিয়ে। আন্দোলনকারীদের অভিযোগ, জমির দাম জানিয়ে কোনও নোটিস না দিয়েই তাঁদের জমিতে কারখানার রাস্তা তৈরি করেছে কর্তৃপক্ষ।

Updated By: Jan 29, 2013, 06:19 PM IST

তৃণমূলের দৌরাত্ম্যে বন্ধ হয়ে গেল দুর্গাপুরের একটি বেসরকারি কারখানা। তৃণমূলের সংগঠিত গ্রামবাসীদের আন্দোলনের জেরে তিন দিন ধরে বন্ধ কারখানার গেট। সমস্যার সূত্রপাত, কারখানার রাস্তার জমি নিয়ে।
আন্দোলনকারীদের অভিযোগ, জমির দাম জানিয়ে কোনও নোটিস না দিয়েই তাঁদের জমিতে কারখানার রাস্তা তৈরি করেছে কর্তৃপক্ষ।
গত তিনদিন ধরে সেই রাস্তার জমি ঘিরে নিয়ে আন্দোলন শুরু করেছেন গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ কারখানা কর্তৃপক্ষের। সমস্যা মেটাতে আজ মহাকরণে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসবে কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধিরা। 

.