সিপিআইএম কর্মী খুনের ঘটনায় ৩৫ জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

বীরভূমে সিপিআইএম কর্মী খুনের ঘটনায় ৩৫ জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত। ১৯৯৬ সালে পাঁচই সেপ্টেম্বর জমি পাহারা দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে খুন হন পারুই থানার খিরুলি গ্রামের সিপিআইএম কর্মী জয়নাল আবেদিন। তাঁকে নির্মমভাবে লাঠি, বাঁশ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ তদন্তে নেমে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷

Updated By: May 6, 2014, 05:19 PM IST

বীরভূমে সিপিআইএম কর্মী খুনের ঘটনায় ৩৫ জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল সিউড়ি আদালত। ১৯৯৬ সালে পাঁচই সেপ্টেম্বর জমি পাহারা দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে খুন হন পারুই থানার খিরুলি গ্রামের সিপিআইএম কর্মী জয়নাল আবেদিন। তাঁকে নির্মমভাবে লাঠি, বাঁশ ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়৷ তদন্তে নেমে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ৷

খুনের ঘটনায় অভিযুক্ত ছিলেন ৩৭ জন কংগ্রেস সমর্থক। পরে তারা সকলেই যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বিচার চলাকালীন দু জন অভিযুক্তের মৃত্যু হয়। বাকি পঁয়ত্রিশ জনকে গতকাল দোষী সাব্যস্ত করে সিউড়ি আদালত ।

আদালতের রায়ে বেশ খুশি নিহত সিপিএম সমর্থক জয়নাল আবেদিনের পরিবার৷ সোমবার মামলার শুনানি চলাকালীন সিউড়ি জেলা আদালতে উপস্থিত ছিল শেখ সাজমল সহ ৩৫ জন৷ এরপর তাদের জেল হেফাজতে পাঠানো হয়৷ যদিও শেখ সাজমলকে পাড়ুইকাণ্ডে ফেরার দেখিয়েছিল পুলিস৷

.