বামেদের হাত থেকে কুলতলি পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল তৃণমূল, সৌজন্যে 'দল বদলের খেলা'

কুলতলি পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল বামেদের। ওই পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণে এল তৃণমূলের। আজ কুলতলি পঞ্চায়েত সমিতির তেরো জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। আগেই ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দুজন সদস্য ছিলেন। সাতাশ সদস্যের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা এখন পনেরো। আজ তৃণমূল ভবনে দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ওই তেরো জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

Updated By: Aug 13, 2016, 08:38 PM IST
বামেদের হাত থেকে কুলতলি পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল তৃণমূল, সৌজন্যে 'দল বদলের খেলা'

ওয়েব ডেস্ক: কুলতলি পঞ্চায়েত সমিতি হাতছাড়া হল বামেদের। ওই পঞ্চায়েত সমিতি নিয়ন্ত্রণে এল তৃণমূলের। আজ কুলতলি পঞ্চায়েত সমিতির তেরো জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। আগেই ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দুজন সদস্য ছিলেন। সাতাশ সদস্যের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা এখন পনেরো। আজ তৃণমূল ভবনে দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে ওই তেরো জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন- অধীর গড়ে এবার তৃণমূলের পাখীর চোখ মুর্শিদাবাদ জেলা পরিষদ

উল্লেখ্য, 'দল বদলের খেলায়' এর আগেও এবং সাম্প্রতিক কালে বেশ কিছু পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুরসভা ভোটে না জিতেও দখল করেছে তৃণমূল কংগ্রেস। কুলতলির ঘটনার কয়েক দিন আগেই, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নিজের জেলার বেলডাঙা পুরসভাটি নিজেদের হাতে নিয়ে নেয় তৃণমূল। গতকালই মুর্শিদাবাদের জেলা সমিতিতে বাম ও কংগ্রেস শিবিরে বড় ধাক্কা দিয়ে তৃণমূল নিজেদের সদস্য সংখ্যা বাড়িয়ে ২৯ করে নেয়। আর এই তালিকায় আপাতত সাম্প্রতিকতম সংযোজন হল কুলতলি পঞ্চায়েত।

আরও পড়ুন- তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল উপপ্রধানেরই

.