বাঁকুড়া, দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
গোষ্ঠীকোন্দলে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতা সালাম খাঁ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে।
গোষ্ঠীকোন্দলে দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূলের রাজ্যস্তরের নেতা সালাম খাঁ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে পুলিস। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে দুর্গাপুরেও। তৃণমূল পরিচালিত দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বুধবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান দলীয় কর্মী সমর্থকরা।
বাঁকুড়ায় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগে গোষ্ঠীকোন্দলের জেরে তাজপুর এলাকার বেশ কয়েকজন তৃণমূল সমর্থক ঘরছাড়া। মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করতে গেছিলেন সালাম খাঁ। ফেরার পথে বকুলতলা এলাকায় তাঁর ওপর হামলা হয়। ঘটনার দায় একে অপরের ঘাড়ে চাপিয়ে কোতুলপুর থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূলের দুই গোষ্ঠীই।
অপরদিকে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের শরতপল্লিতে। এদিন সকালে নিগমের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ। তাঁদের অভিযোগ, চেয়ারম্যানের কাছ থেকে কোনও সহযোগিতা পান না এলাকার মানুষ। এমনকী, চেয়ারম্যানের সঙ্গে থাকা লোকজন তাঁদের মারধোর করেছেন বলেও অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মী-সমর্থদের।