বামেদের সাহায্য নিয়ে তৃণমূলকেই হারাল তৃণমূল
বামফ্রন্টের সাহায্য নিয়েই নিজেদের দলের পঞ্চায়েত প্রধানকে অনাস্থা ভোটে হারিয়ে দিলেন কয়েক জন তৃণমূল সদস্য। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিওড় পঞ্চায়েতে ঘটেছে এই কাণ্ড। ১৩ আসনের পঞ্চায়েতে বর্তমানে সদস্য সংখ্যা ১২। এদের মধ্যে ১১ জন তৃণমূলের। বাকি দুটি আসন বামেদের দখলে। আজ প্রধান অঞ্জলি টিগগার বিরুদ্ধে ভোট দেন ৭ সদস্য।
ওয়েব ডেস্ক: বামফ্রন্টের সাহায্য নিয়েই নিজেদের দলের পঞ্চায়েত প্রধানকে অনাস্থা ভোটে হারিয়ে দিলেন কয়েক জন তৃণমূল সদস্য। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের দিওড় পঞ্চায়েতে ঘটেছে এই কাণ্ড। ১৩ আসনের পঞ্চায়েতে বর্তমানে সদস্য সংখ্যা ১২। এদের মধ্যে ১১ জন তৃণমূলের। বাকি দুটি আসন বামেদের দখলে। আজ প্রধান অঞ্জলি টিগগার বিরুদ্ধে ভোট দেন ৭ সদস্য।
আরও পড়ুন- তৃণমূল মানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা
রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সরতে হল পঞ্চায়েত প্রধানকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে জানানো হয়, পঞ্চায়েত প্রধান কাজ না করায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।