টিকিট চেক করার নামে যাত্রী হেনস্থা, বাংলাদেশি বলে গ্রেফতারের হুমকি
মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মালদহ স্টেশনের। ছেলেকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র মেলে দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাড়িতে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, মালদহ স্টেশনে তাঁকে নামিয়ে আরপিএফের ঘরে নিয়ে যান ওই টিকিট পরীক্ষক। তিনি ওই মহিলাকে বাংলাদেশি বলে গ্রেফতারের হুমকিও দেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ হেনস্থার পর মহিলাকে ছাড়া হয়। এরপরই মালদহ জিআরপিতে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
ওয়েব ডেস্ক: মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি মালদহ স্টেশনের। ছেলেকে সঙ্গে নিয়ে ব্রহ্মপুত্র মেলে দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাড়িতে ফিরছিলেন ওই মহিলা। অভিযোগ, মালদহ স্টেশনে তাঁকে নামিয়ে আরপিএফের ঘরে নিয়ে যান ওই টিকিট পরীক্ষক। তিনি ওই মহিলাকে বাংলাদেশি বলে গ্রেফতারের হুমকিও দেন বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ হেনস্থার পর মহিলাকে ছাড়া হয়। এরপরই মালদহ জিআরপিতে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
যে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।