কীভাবে চন্দনা চক্রবর্তীকে জালে তুলল CID?

কীভাবে চন্দনা চক্রবর্তীকে জালে তুলল CID? পুলিস সূত্রে খবর, শিশু দত্তক চক্রের অভিযোগ পেয়ে চারদিন আগেই জলপাইগুড়িতে পৌছয় CID-র ৮ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু, সরাসরি হোমগুলিতে অভিযান চালায়নি তারা। বরং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে। এই সময় হোমগুলিতে কী কাজকর্ম হচ্ছে, কারা আসে কারা যায় তার ওপর নজর রাখা হয়। চন্দনা চক্রবর্তীর ব্যাঙ্ক লেনদেনের ওপরও নজর ছিল তদন্তকারীদের। তাঁর ফোনেও আড়ি পাতা হয়। তারপর উপযুক্ত প্রমাণ হাতে আসতেই চূড়ান্ত অভিযানে ঝাঁপান তদন্তকারীরা।

Updated By: Feb 19, 2017, 10:44 AM IST
কীভাবে চন্দনা চক্রবর্তীকে জালে তুলল CID?
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : কীভাবে চন্দনা চক্রবর্তীকে জালে তুলল CID? পুলিস সূত্রে খবর, শিশু দত্তক চক্রের অভিযোগ পেয়ে চারদিন আগেই জলপাইগুড়িতে পৌছয় CID-র ৮ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু, সরাসরি হোমগুলিতে অভিযান চালায়নি তারা। বরং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে। এই সময় হোমগুলিতে কী কাজকর্ম হচ্ছে, কারা আসে কারা যায় তার ওপর নজর রাখা হয়। চন্দনা চক্রবর্তীর ব্যাঙ্ক লেনদেনের ওপরও নজর ছিল তদন্তকারীদের। তাঁর ফোনেও আড়ি পাতা হয়। তারপর উপযুক্ত প্রমাণ হাতে আসতেই চূড়ান্ত অভিযানে ঝাঁপান তদন্তকারীরা।

আরও পড়ুন- কীভাবে শিশু দত্তকের বেআইনি ব্যবসা চালাত বিমলা শিশুগৃহ?

গতকালই CID-র ৮ সদস্যের একটি প্রতিনিধি দল হানা দেয় চন্দনা চক্রবর্তীর হোমে। অসঙ্গতিপূর্ণ কাজের জন্য গ্রেফতার করা হয় তাকে। ফ্রিজ করে দেওয়া হয়েছে হোমের ব্যাঙ্কগুলিও। তদন্ত চলছে।

.