মুর্শিদাবাদ কান্ডে আত্মসমর্পণ করলেন গাড়ির চালক

মুর্শিদাবাদে হাজারদুয়ারির কাছে গাড়িসহ তিন পর্যটকের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় কাল রাতে আত্মসমর্পণ করলেন গাড়ির চালক সঞ্জীব মার্জিত। রাতভর বহরমপুর থানায় রাখা হয় তাঁকে। আজ বেলায় লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে সঞ্জীব মার্জিতকে।

Updated By: Dec 12, 2011, 11:49 AM IST

মুর্শিদাবাদে হাজারদুয়ারির কাছে গাড়িসহ তিন পর্যটকের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় কাল রাতে আত্মসমর্পণ করলেন গাড়ির চালক সঞ্জীব মার্জিত। রাতভর বহরমপুর থানায় রাখা হয় তাঁকে। আজ বেলায় লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে সঞ্জীব মার্জিতকে। গত শনিবার মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে সপরিবারে গঙ্গায় তলিয়ে যান উত্তর কলকাতার বাসিন্দা জয়দেব মজুমদার। গতকাল গঙ্গা থেকে উদ্ধার হয় জয়দেববাবুর দেহ। রবিবার দিনভর গঙ্গায় ডুবুরি তল্লাসির পরও খোঁজ মেলেনি  স্ত্রী রূপা মজুমদার এবং তেরো বছরের ছেলে দেবরাজ মজুমদারের। নিখোঁজ ছিলেন গাড়ির চালক সঞ্জীব মার্জিতও। এরপরেই গতরাতে বহরুমপুর থানায় আত্মসমর্পন করেন নিখোঁজ চালক সঞ্জীব মার্জিত। পুলিসের প্রাথমিক অনুমান ঘটনাস্থল থেকে পালিয়ে গত দুদিন গাঢাকা দিয়ে ছিলেন সঞ্জীব মার্জিত।

.