যে ৭ আসনে 'বন্ধুত্ব'ও আছে, আবার লড়াইও হবে সিপিএম-কংগ্রেসের

Updated By: Mar 14, 2016, 11:48 AM IST
যে ৭ আসনে 'বন্ধুত্ব'ও আছে, আবার লড়াইও হবে সিপিএম-কংগ্রেসের

জোটের জটে যে ৭ আসন-
তপন, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, ভরতপুর, ডোমকল,হরিহরপাড়া, বেলেঘাটা।

যে যে আসনে বোঝাপড়া করে কেটেছে জট-
নানুর, সাঁইথিয়া, জয়পুর, জঙ্গিপুর, রঘুনাথপুর।

প্রথমে ৭৫ আসনে প্রার্থী তালিকা ঘোষোণার পর রবিবার কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, হরিরামপুর,মানিকচক,কাকদ্বীপ, মগরাহাট(পঃ),মধ্যমগ্রাম,বন্দর,শ্যামপুর,উদয়নারায়ণপুর,উলুবেড়িয়া(উঃ), পুরশুড়া, ময়না, নয়াগ্রাম, দুর্গাপুর(পঃ), মুরারই- এই সকল কেন্দ্রে প্রার্থী দেবে কংগ্রেস।

জোটের জট ছাড়াতে পরপর বৈঠকে তৎপর সিপিএম-কংগ্রেস উভয় দলই। প্রথম দফায় বৈঠক হয় সিপিএমের মুখপত্রের দফতরে। দ্বিতীয় দফায় বৈঠক হয় কংগ্রেস নেতা সোমেন মিত্রের বাড়িতে। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিাইএম নেতা রবীন দেব, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য্য ও অন্যান্যরা। দুই দলের পক্ষ থেকেই জানানো হয়েছে 'বৈঠক ইতিবাচক'।

.