Monk of Prayagraj Attacked: পশ্চিমবঙ্গে এসে আক্রান্ত প্রয়াগরাজের সন্ন্যাসী স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ...

Monk of Prayagraj Attacked: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার এক ভক্তের আয়োজনে ভগবতগীতা পাঠ করতে প্রয়াগরাজে থেকে এ রাজ্যে এসেছিলেন স্বামী হিরণ্ময় গোস্বামী মহারাজ। কোচবিহার সফর সেরে শিলিগুড়ি আসার পথে জলপাইগুড়ি জেলার শাউডাঙ্গি এলাকায় এক দুষ্কৃতী বাইক নিয়ে তাঁর উপর চড়াও হয়।

Updated By: Jan 2, 2025, 07:27 PM IST
Monk of Prayagraj Attacked: পশ্চিমবঙ্গে এসে আক্রান্ত প্রয়াগরাজের সন্ন্যাসী স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ...

নারায়ণ সিংহরায়: পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার এক ভক্তের আয়োজনে ভগবতগীতা পাঠ করতে প্রয়াগরাজে থেকে এ রাজ্যে এসেছিলেন স্বামী হিরণ্ময় গোস্বামী মহারাজ। কোচবিহার সফর সেরে শিলিগুড়ি আসার পথে জলপাইগুড়ি জেলার শাউডাঙ্গি এলাকায় এক দুষ্কৃতী বাইক নিয়ে তাঁর উপর চড়াও হয়। 

কী ঘটেছিল? 

আরও পড়ুন: Baba Vanga's Predictions: বিশ্ব থেকে মুছে যাবে মুসলিম? মানুষ অমর হবে? ভগবানের দেখাও মিলবে? বাবা ভাঙ্গার বিচিত্র ভবিষ্যদ্বাণী...

খবর পাওয়া গিয়েছে, বাইক নিয়ে ওই দুষ্কৃতী সজোরে আঘাত করে  হিরণ্ময় গোস্বামীর গাড়ির কাচে। তবে সেদিন চালকের তৎপরতায় সেখান থেকে কোনওমতে রক্ষা পান স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ। বৃহস্পতিবার শিলিগুড়ি ফিরেই লিখিত অভিযোগ জানান তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। 

আরও পড়ুন: Horoscope 2025: ২০২৫ সাল জুড়ে টাকা-পয়সা ও ধনসম্পদে ফুলে-ফেঁপে উঠবে কোন কোন রাশি? জেনে নিন, কাদের উপর শনি-মঙ্গল-বুধের অপার কৃপা...

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখিও হন স্বামী হিরন্ময় গোস্বামী মহারাজ। সেখানে তিনি জানান, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সমান তালে চলছে। সেখানেও যেমন হিন্দুরা সুরক্ষিত নন, তেমনই এপার বাংলাতেও হিন্দুদের উপর এই ধরনের প্রাণঘাতী আক্রমণ নেমে আসছে। ঘটনাটা শুধুমাত্র তাঁকে ভয় দেখানোর জন্য নয়, তাঁর প্রাণও চলে যেতে পারে এমন আশঙ্কাও করছেন তিনি। তিনি আরও জানান, কোচবিহার জেলাতেও তাঁকে বাইক বাহিনী তাড়া করেছিল। কোচবিহারে অনুষ্ঠান শেষে যখন তিনি শিলিগুড়ির উদ্দেশে যাত্রা করছিলেন সেই সময়ে জলপাইগুড়ি জেলার শাউডাঙ্গিতে তাঁর গাড়ির উপর হামলা চালায় বাইক আরোহী দুষ্কৃতী। তিনি নিজের প্রাণহানির আশঙ্কা করছেন। এর পরে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মরক্ষার দাবি জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.