ইসলামপুরে প্রচারে নেমে পড়ল কংগ্রেস

বিমান বসুর ঘোষণা উপেক্ষা করেই ইসলামপুরে প্রচারে নেমে পড়ল কংগ্রেস। ইসলামপুরে প্রার্থী দিয়েছে জেডিইউ। সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণার সময় এই প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। 'আমরা আক্রান্ত' সহ অন্য কয়েকটি দলের প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা ঠিক হয়েছে বাম-কংগ্রেস আসন সমঝোতার আলোচনায়

Updated By: Mar 14, 2016, 10:19 AM IST
ইসলামপুরে প্রচারে নেমে পড়ল কংগ্রেস

ওয়েব ডেস্ক: বিমান বসুর ঘোষণা উপেক্ষা করেই ইসলামপুরে প্রচারে নেমে পড়ল কংগ্রেস। ইসলামপুরে প্রার্থী দিয়েছে জেডিইউ। সিপিএমের প্রার্থী তালিকা ঘোষণার সময় এই প্রার্থীর নামও ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। 'আমরা আক্রান্ত' সহ অন্য কয়েকটি দলের প্রার্থীদের সমর্থন দেওয়ার কথা ঠিক হয়েছে বাম-কংগ্রেস আসন সমঝোতার আলোচনায়। সেখানে কংগ্রেস নেতা কানাইয়ালাল আগরওয়ালা নিজেকে জোটের প্রার্থী দাবি করে নেমে পড়লেন প্রচারে। গ্রামে গ্রামে সভাও করলেন তিনি। জোট নিয়ে জট কাটছে না। জটিলতা ক্রমেই বাড়ছে। এই ঘটনা আরও একবার সেই ছবিটাই প্রকাশ্যে নিয়ে এল।

.