বীরভূমের পাথরখনি এলাকায় আদিবাসী গাঁওতা সংগঠনের বিক্ষোভ

আদিবাসী গাঁওতা সংগঠনের বিক্ষোভের জেরে গতকাল থেকেই উত্তেজনা বীরভূমের পাথরখনি এলাকায়। আইন মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। পাশাপাশি, আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে।

Updated By: Dec 5, 2011, 12:05 PM IST

আদিবাসী গাঁওতা সংগঠনের বিক্ষোভের জেরে গতকাল থেকেই উত্তেজনা বীরভূমের পাথরখনি এলাকায়। আইন মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। পাশাপাশি, আদিবাসীদের ওপর অত্যাচারের অভিযোগ উঠছে। কাজ বন্ধ হয়ে গেছে পাথরখনি এলাকায়। এই পাথরখনি এলাকায় শ্রমিকের সংখ্যা প্রায় সত্তর হাজার। পথে নেমেছিলেন মালিকরাও। বিভিন্ন জায়গায় প্রশাসনির নিষ্ক্রিয়তার অভিযোগে অবরোধ করেন তাঁরা। পরে তাঁরা প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেন। আজ দুপুরে তাঁরা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন।  

.