রক্তের অভাবে মৃত্যু হল থ্যালাসেমিয়া আক্রান্তের

হাসপাতাল সময়মতো রক্ত দিতে না-পারায় মৃত্যু হল থ্যালাসেমিয়া আক্রান্ত এক বালকের। রবিবার তাকে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়। বনি মণ্ডল নামে ওই বালকের খুব তাড়াতাড়ি রক্তের প্রয়োজনের বলে জানান চিকিত্‍সক।

Updated By: May 21, 2012, 03:24 PM IST

হাসপাতাল সময়মতো রক্ত দিতে না-পারায় মৃত্যু হল থ্যালাসেমিয়া আক্রান্ত এক বালকের। রবিবার তাকে  বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়। বনি মণ্ডল নামে ওই বালকের খুব তাড়াতাড়ি রক্তের প্রয়োজনের বলে জানান চিকিত্‍সক। পরিবারের সদস্যদের অভিযোগ, ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত না-মেলায় সোমবার ভোরে মৃত্যু হয় ওই বালকের।
কয়েকদিন ধরেই বারেবারে অসুস্থ হয়ে পড়ছিল মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার বাসিন্দা বনি মণ্ডল। রক্তের অভাবেই এমন ঘটছে বুঝতে পেরে রক্তদান শিবিরের খোঁজ করতে শুরু করেন বনির বাবা মইনুল হক মণ্ডল। জানতে পারেন ২০ মে বহরমপুর হাসপাতালে শিবির হবে। সেইমতো রবিবার বিকেলে সঙ্কটজনক অবস্থায় বনিকে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তির পরই বনিকে রক্ত দেওয়া প্রয়োজন বলে জানিয়ে দেন চিকিত্‍‍সক। অভিযোগ, রক্ত নেই বলে তাঁদের ফিরিয়ে দেয় ব্লাড ব্যাঙ্ক।
 
রাতভর চেষ্টা করেও আর রক্তের বন্দোবস্ত করতে পারেননি বনির পরিবারের সদস্যেরা। শেষ পর্যন্ত সোমবার ভোর চারটে নাগাদ ওই বালকের মৃত্যু হয়। এরপরই গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত বালকের পরিবারের লোকজন।

.