টেটে স্বজনপোষণের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর বিরুদ্ধে

এবার কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ উঠল টেটে স্বজনপোষণের। টেট পরীক্ষায় পাশ করেছেন মাত্র এক শতাংশ পরীক্ষার্থী। কালনায় পাশের হার খুবই কম। কিন্তু কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর পরিবারেই আট জন সদস্য পাশ করেছে টেটে। পরীক্ষার্থীদের অভিযোগ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে ক্ষমতার বলে নিজের আত্মীয়দের টেটে পাশ করিয়েছেন বিশ্বজিত্‍ কুণ্ডু। জেলা সব পরীক্ষার্থীদের খাতা পুনরায় দেখার আর্জি জানিয়েছেন অন্যান্য পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

Updated By: Jan 27, 2014, 12:16 PM IST

এবার কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ উঠল টেটে স্বজনপোষণের। টেট পরীক্ষায় পাশ করেছেন মাত্র এক শতাংশ পরীক্ষার্থী। কালনায় পাশের হার খুবই কম। কিন্তু কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর পরিবারেই আট জন সদস্য পাশ করেছে টেটে। পরীক্ষার্থীদের অভিযোগ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে ক্ষমতার বলে নিজের আত্মীয়দের টেটে পাশ করিয়েছেন বিশ্বজিত্‍ কুণ্ডু। জেলা সব পরীক্ষার্থীদের খাতা পুনরায় দেখার আর্জি জানিয়েছেন অন্যান্য পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা।

কালনার বিধায়ক বিশ্বজিত্‍ কুণ্ডুর পরিবার ও বন্ধুদের আট জন চাকরি পেয়েছে টেটে। যারা পাশ করতে পারেনি তারা এবং তাঁদের অভিভাবকরা ক্ষুব্ধ। অভিযোগ, যোগ্যদের চাকরি না দিয়ে যারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন চাকরি পেয়েছে তারাই। দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলেছে। চ্যালেঞ্জ করেছে আবার খাতা দেখার। বিশ্বজিত্‍ কুণ্ডুর বক্তব্য যারা যোগ্য তাঁরাই চাকরি পেয়েছে। তথ্য জানার অধিকার নিয়ে পরিবারের প্রশ্ন এড়িয়ে যান তিনি। বলেন যা বলার দল বলবে।

.