দাবদাহ রাজ্য জুড়ে, একনজরে কোন জেলায় কত তাপমাত্রা

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে সতর্কতা জারি করল আলিপুর আবহওয়া দপ্তর। আগামি তিনদিন তাপপ্রবাহ জারি থাকবে। তবে কলকাতা তাপমাত্রা গতকালের তূলনায় খানিকটা কম। শুধু গরমেই নাজেহাল নয়, তীব্র জলকষ্টে ভুগছে অনেক জায়গার মানুষ। এল নিনোর প্রভাবে অতিরিক্ত পরিমানে গরমে প্রাণ যায় যায় অবস্থা দেশের মানুষের।

Updated By: Apr 12, 2016, 05:41 PM IST
দাবদাহ রাজ্য জুড়ে, একনজরে কোন জেলায় কত তাপমাত্রা

ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে সতর্কতা জারি করল আলিপুর আবহওয়া দপ্তর। আগামি তিনদিন তাপপ্রবাহ জারি থাকবে। তবে কলকাতা তাপমাত্রা গতকালের তূলনায় খানিকটা কম। শুধু গরমেই নাজেহাল নয়, তীব্র জলকষ্টে ভুগছে অনেক জায়গার মানুষ। এল নিনোর প্রভাবে অতিরিক্ত পরিমানে গরমে প্রাণ যায় যায় অবস্থা দেশের মানুষের।

তাহলে এবার একনজরে দেখে নেওয়া যাক আজ তাপমাত্রা কোথায় কত হল।

কলকাতা- ৪০.৬ ডিগ্রি

বীরভূমের- ৪৬.৭ ডিগ্রি

আসানসোল শিল্পাঞ্চল- ৪৬.৬ ডিগ্রি

বাঁকুড়া ৪৫.৮ ডিগ্রি

মুর্শিদাবাদ ৪৫.৫ ডিগ্রি।

পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মেদিনীপুর তো বটেই। গরমে ত্রাহি ত্রাহি রব কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও।

.