শিক্ষিকাদের চাকরির স্থান নিয়ে নতুন চিন্তাভাবনা সরকারের

এবার থেকে শিক্ষিকারা বাড়ির কাছের স্কুলেই যাতে চাকরি করতে পারেন সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। নিয়োগের সময়ই বিষয়টি দেখা হবে। প্রার্থী যে জেলার বাসিন্দা সেখানেই যাতে তিনি সুযোগ পান তা দেখা হবে। একেবারেই যদি তেমন না হয়, তাহলে বাড়ি থেকে যতটা সম্ভব কাছের স্কুলেই নিয়োগ করা হবে তাঁদের।

Updated By: Sep 5, 2016, 06:36 PM IST
শিক্ষিকাদের চাকরির স্থান নিয়ে নতুন চিন্তাভাবনা সরকারের

ওয়েব ডেস্ক: এবার থেকে শিক্ষিকারা বাড়ির কাছের স্কুলেই যাতে চাকরি করতে পারেন সে বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। নিয়োগের সময়ই বিষয়টি দেখা হবে। প্রার্থী যে জেলার বাসিন্দা সেখানেই যাতে তিনি সুযোগ পান তা দেখা হবে। একেবারেই যদি তেমন না হয়, তাহলে বাড়ি থেকে যতটা সম্ভব কাছের স্কুলেই নিয়োগ করা হবে তাঁদের।

দূরে স্কুল হলে যাতায়াতেই অনেকটা সময় চলে যায়। তাতে পড়াশোনার মান কমে। তাই এবিষয়ে ভাবনাচিন্তা করছে সরকার। শুধু নতুনদের ক্ষেত্রে নয়, পুরনোদের ক্ষেত্রেও এই নিয়ম চালু বিষয়টি বিবেচনা করছে সরকার। শুধু স্কুল নয়, কলেজেও এই ব্যবস্থা কার্যকর হবে।

.