মা, মেয়ে জোড়া খুন কাণ্ডে আজ মুখোমুখি জেরা সুতপা-সমরেশকে
Updated By: Sep 4, 2015, 10:13 AM IST
মা-মেয়ে জোড়া খুন কাণ্ডে নয়া তথ্য। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার সমরেশ সরকারের দুর্গাপুর থেকে বদলির সময় হয়ে এসছিল। আর তাতেই দুশ্চিন্তায় পড়ে যান সুতপা। সেকারণেই কি বিয়ের জন্য
সমরেশের ওপর চাপ বাড়িয়েছিলেন তিনি? সমরেশের বদলি প্রসঙ্গ সামনে আসার পর আরও জোরাল হয়েছে এই প্রশ্ন। সুতপার সঙ্গে সমরেশকে আজ মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে পুলিস।
জোড়া খুন কাণ্ডে সম্প্রতি উঠে এসেছে সুতপার নাম। সুতপার বাবা সুধীর বিশ্বাস কলকাতায় সমরেশের সহকর্মী ছিলেন। সুধীর বিশ্বাস মারা যাওয়ার পর সমরেশই তাঁর পরিবারের অভিভাবক হয়ে
ওঠেন। এমনকী, সমরেশ দুর্গাপুর বদলি হওয়ার পর সুতপার পরিবারও দুর্গাপুর চলে আসে। ভাড়াবাড়ি ঠিক করে দিয়েছিলেন সমরেশই। সুতপার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাড়ি ভাড়া, বাজারহাট সবই
দেখাশোনা করতেন সমরেশ।