নির্বাচন কমিশনের নির্দেশে এবার অপসারিত সবং থানার ওসি
শুধুই সুষ্ঠু ভোট নয়, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি মোকাবিলাতেও যে যথেষ্ট কঠোর মনোভাব নেওয়া হবে তা ফের স্পষ্ট করে দিল কমিশন। ভোটের পর যে হারে হিংসা বেড়ে চলেছে, সেই কারণেই নির্বাচন কমিশনের নির্দেশে এবার অপসারণ করা হল সবং থানার ওসিকে।
Updated By: May 4, 2016, 01:48 PM IST
ওয়েব ডেস্ক: শুধুই সুষ্ঠু ভোট নয়, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি মোকাবিলাতেও যে যথেষ্ট কঠোর মনোভাব নেওয়া হবে তা ফের স্পষ্ট করে দিল কমিশন। ভোটের পর যে হারে হিংসা বেড়ে চলেছে, সেই কারণেই নির্বাচন কমিশনের নির্দেশে এবার অপসারণ করা হল সবং থানার ওসিকে।
তবে সবং থানার ওসি ননীগোপাল দত্তর এই অপসারণের নির্দিষ্ট করে কোনও কারণ না জানা গেলেও মনে করা হচ্ছে ভোটের পর একের পর এক হিংসার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে সেই কারণেই পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার দায়ে এবার সরানো হল সবং থানার ওসি ননীগোপাল দত্তকে।