মমতার জোট কটাক্ষের জোর জবাব সূর্যকান্তের

বল করলেই ছয় মারুন। মাঠের বাইরে বের করুন। পশ্চিম মেদিনীপুরে গিয়ে বাম ও কংগ্রেস কর্মীদের পাঠ দিলেন সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্রের প্রচারসূচিতে কর্মীদের চাঙ্গা করতে এমন বার্তা তো ছিলই, পাশাপাশি তুললেন শিল্পায়ন ইস্যু, জোট প্রসঙ্গ।

Updated By: Mar 28, 2016, 10:24 AM IST

পশ্চিম মেদিনীপুর : বল করলেই ছয় মারুন। মাঠের বাইরে বের করুন। পশ্চিম মেদিনীপুরে গিয়ে বাম ও কংগ্রেস কর্মীদের পাঠ দিলেন সূর্যকান্ত মিশ্র। সূর্যকান্ত মিশ্রের প্রচারসূচিতে কর্মীদের চাঙ্গা করতে এমন বার্তা তো ছিলই, পাশাপাশি তুললেন শিল্পায়ন ইস্যু, জোট প্রসঙ্গ।

চন্দ্রকোণা রোড, পরিহাটি ও গজাশিমূল, এই তিনটি জায়গার জনসভাতেই প্রতিপক্ষের জোট কটাক্ষের জবাব দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দিলেন কর্মীদের চাঙ্গা করার বার্তাও দিলেন। জোট ক্ষমতায় আসার পর বিরোধী দলের নেতা-কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে বলে মন্তব্য করেন সূর্যকান্ত মিশ্র। সেইসঙ্গে শিল্পায়ন প্রসঙ্গ তুলে শুধু তৃণমূলকে কটাক্ষ নয়। তুললেন বিদ্যুতের দামের প্রসঙ্গও।

.