গড় রক্ষার লড়াইয়ে মরিয়া সূর্যকান্ত মিশ্র

কাল পশ্চিম মেদিনীপুরের ১৩ আসনে ভোট। বুথে বুথে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। কাল ভোট যুদ্ধের মেগা লড়াই নারায়ণগড় ও সবংয়ে। গড় রক্ষার লড়াইয়ে মরিয়া সূর্যকান্ত মিশ্র, মানস ভুঁইঞা। এরমধ্যেই ভোটের আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত সবং।

Updated By: Apr 10, 2016, 04:19 PM IST
গড় রক্ষার লড়াইয়ে মরিয়া সূর্যকান্ত মিশ্র

ওয়েব ডেস্ক: কাল পশ্চিম মেদিনীপুরের ১৩ আসনে ভোট। বুথে বুথে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। কাল ভোট যুদ্ধের মেগা লড়াই নারায়ণগড় ও সবংয়ে। গড় রক্ষার লড়াইয়ে মরিয়া সূর্যকান্ত মিশ্র, মানস ভুঁইঞা। এরমধ্যেই ভোটের আগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তপ্ত সবং।

এবার নজরকাড়া কেন্দ্রের মধ্যে থাকছে গড়বেতা, গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন দাপুটে সিপিএম নেতা সুশান্ত ঘোষ। এবার প্রার্থী বদল হয়েছে। সিপিএমের নতুন প্রার্থী সরফরাজ খান। বিপক্ষে তৃণমূলের আশিষ চক্রবর্তী। নজর থাকবে কেশপুরেও। এখান থেকে এবার তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন শিউলি সাহা। নজর থাকবে চন্দ্রকোণায়। এবার এখানের তৃণমূল প্রার্থী ছায়া দোলুই। ২০১১-এ এই কেন্দ্র থেকেই সিপিএমের হয়ে ভোটে জিতে ছিলেন ছায়া দোলুই। খড়গপুর সদরের লড়াইও হাড্ডাহাড্ডি। লড়াই এখানে কংগ্রেসের চাচা বনাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

.