প্রেস্টিজ ফাইটে কালিম্পংয়ে ফের ধাক্কা খেল মোর্চা, গুরুংয়ের পদযাত্রার দিন দল ছাড়লেন শতাধিক যুব মোর্চা

Updated By: Oct 2, 2015, 10:02 PM IST
প্রেস্টিজ ফাইটে কালিম্পংয়ে ফের ধাক্কা খেল মোর্চা, গুরুংয়ের পদযাত্রার দিন দল ছাড়লেন শতাধিক যুব মোর্চা

প্রেস্টিজ ফাইটের কালিম্পংয়েই ফের ধাক্কা খেল গোর্খা জনমুক্তি মোর্চা। গুরুংয়ের পদযাত্রা শুরুর দিনেই মোর্চা ছাড়লেন কালিম্পংয়ের শতাধিক যুব মোর্চা সদস্য। হরকা বাহাদুরের সুরেই তাঁদের অভিযোগ বিমল গুরুয়ের স্বৈরাচারের বিরুদ্ধে।   

দলের দুই বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী আর ত্রিলোক দেওয়ানের মোর্চা ত্যাগের পর, যতই সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন বিমল গুরুং, ততই যেন কালিম্পংয়ে মোর্চার সংগঠন বজ্র আঁটুনির ফস্কা গেরোয় পরিণত হচ্ছে। বুধবার কালিম্পংয়ে দাঁড়িয়ে গোর্খাল্যান্ড ইস্যুকে চাগিয়ে তুলতে নানা কর্মসূচি ঘোষণা করেন বিমল গুরুং। শুক্রবার সেই কালিম্পংয়েই দল ছাড়লেন শতাধিক যুব মোর্চা সদস্য। 

গোর্খাল্যান্ডের আবেগকে সামনে এনে পাহাড়ে ফের সক্রিয় হতে মরিয়া মোর্চা। 

২০১৩-য় কালিম্পংয়ের দম্বারচকে গোর্খাল্যান্ডের দাবিতে আত্মাহুতি দেন মঙ্গল সিং রাজপুত। সেখান থেকেই শুক্রবার দার্জিলিংয়ের উদ্দেশে শুরু হল বিমল গুরুংয়ের পদযাত্রা। 
আর পদযাত্রার দিনেই বড় ধাক্কা মোর্চা শিবিরে। 

গুরুং অবশ্য এ প্রসঙ্গে নীরব থাকলেন। 

রাজ্য সরকারের বিরোধিতার লাইন নিতে গিয়ে  দলের দুই বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী ও ত্রিলোক দেওয়ানকে হারিয়েছেন গুরং। । ঘরের মধ্যে বেশ চাপেই তিনি। ঘর বাঁচাতে ফের সরব  জিটিএর স্বশাসন নিয়ে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। একই সঙ্গে সিকিমকে পাশে পেতেও গত বছর বিশ্বভারতীতে সিকিমের ছাত্রীর শ্লীলতাহানিকাণ্ড খুঁচিয়ে তুলতে চাইছে মোর্চা। তদন্ত চেয়ে তাঁরা চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে।  মৌপিয়া নন্দী ও কায়েশ আনসারির রিপোর্ট, চব্বিশ ঘণ্টা।

 

.