তারাপিঠের আশ্রমে পরিবারের ৬ সদস্যের রহস্যমৃত্যু, মিলল সুইসাইড নোট

তারাপিঠে ভারত সেবাশ্রম সংঘের বন্ধ দরজা ভেঙে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মিলেছে সুইসাইড নোট। চরম আর্থিক অনটনের কারনেই আত্মহত্যা বলে লেখা ছিল সুইসাইড নোটে।

Updated By: Dec 26, 2013, 11:41 PM IST

তারাপিঠে ভারত সেবাশ্রম সংঘের বন্ধ দরজা ভেঙে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মিলেছে সুইসাইড নোট। চরম আর্থিক অনটনের কারনেই আত্মহত্যা বলে লেখা ছিল সুইসাইড নোটে।

তারাপিঠ মন্দিরের কাছেই ভারত সেবাশ্রম সংঘের আশ্রম। বৃহস্পতিবার সকাল থেকেই আশ্রম জুড়ে তুমুল উত্তেজনা। আশ্রমেরই একটি ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের ছয়জনের দেহ। বৃহস্পতিবার সকালে অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় সন্দেহ হয় আশ্রম কর্মীদের। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস দরজা ভেঙে উদ্ধার করে ছয় জনের দেহ।

পুলিস জানিয়েছে,উদ্ধার হয়েছে এক দম্পতি ও তাঁদের চার সন্তানের দেহ। মিলেছে ভোটার কার্ড ও সুইসাইড নোট। ভোটার কার্ড থেকে জানা গিয়েছে, দম্পতির নাম বিজয় মিশ্র ও কালিন্দী মিশ্র। এঁরা গুজরাটের বাসিন্দা। সুইসাইড নোটে লেখা ছিল চরম আর্থিক অনটন ও সামাজিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তারা।

চব্বিশে ডিসেম্বর মিশ্র দম্পতি আশ্রমে ওঠেন। প্রথম থেকেই তাদের মুখে চোখে, ক্লান্তি ও বিষন্নতা ছিল বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি।

.