দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন মা!

শিউরে ওঠার মতো ঘটনা। নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন কিনা মা। অবশ্য, তিনজনই এখন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, অভাবের তাড়নায় আত্মহত্যার চেষ্টা করেছেন ওই মহিলা। সন্তানদের আর কাছে রেখে যাবেন! তাই তাদেরও বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন তিনি।

Updated By: Jul 19, 2016, 12:38 PM IST
দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন মা!

ওয়েব ডেস্ক: শিউরে ওঠার মতো ঘটনা। নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন কিনা মা। অবশ্য, তিনজনই এখন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, অভাবের তাড়নায় আত্মহত্যার চেষ্টা করেছেন ওই মহিলা। সন্তানদের আর কাছে রেখে যাবেন! তাই তাদেরও বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন তিনি।

আরও পড়ুন গৃহকর্তার ঘুমের সুযোগ নিয়ে তাঁর সর্বস্ব লুঠপাট!

ওই মহিলা মালদার গাজোলের বাসিন্দা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই মহিলাকে বেশ কিছুদিন আগে তাঁর স্বামী ছেড়ে চলে যান। এরপর থেকে এলাকায় একটি চায়ের দোকান করে একাই সংসারের হাল ধরেছিলেন এই মহিলা। কিন্তু অভাবের তাড়নাতেই হয়তো শেষপর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন রাজ্যে আরও কড়া হচ্ছে বহুতল আবাসন নির্মাণ আইন

.