বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ১ ছাত্রের

বিয়েবাড়ির থেকে কনে যাত্রীদের গাড়িতে দিদি পিয়ালি সর্দারের সঙ্গে ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র অরূপ সর্দার। শুক্রবার গভীর রাতে বারুইপুরের ফুলতলায় তাদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরূপের।

Updated By: Feb 11, 2012, 09:22 AM IST

বিয়েবাড়ি থেকে কনেযাত্রীর গাড়িতে দিদি পিয়ালি সর্দারের সঙ্গে ফিরছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র অরূপ সর্দার। শুক্রবার গভীর রাতে বারুইপুরের ফুলতলায় তাদের গাড়িতে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরূপের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে সপ্তম শ্রেণির ছাত্রী পিয়ালি সর্দার।
পিয়ালিকে প্রথমে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হতে থাকায়, তাকে চিকিত্‍সার জন্য কলকাতায় আনা হয়েছে। কনেযাত্রীর গাড়িটি শাসন থেকে ফিরছিল বলে জানা গিয়েছে।

.