আত্মহুতি করা মোর্চা সমর্থকের দেহ এল কালিম্পংয়ে

গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বনধের দ্বিতীয় দিনেও অশান্ত পাহাড়। দলীয় সমর্থকদের গ্রেফতারির প্রতিবাদে দার্জিলিং সদর থানা ঘেরাও করল মোর্চা সমর্থকরা। গতকাল রাতে পাঁচ মহিলাসহ মোর্চার ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিস। তার জেরেই এই থানা ঘেরাও হয়।  গ্রেফতার হওয়া মোর্চা সমর্থকদের মধ্যে রয়েছেন ধনমায়া তামাং, সুনীতা তামাং, ইদে অরোরা, আরতি থামে, প্রমোদ শর্মা এবং অঞ্জু ছেত্রী। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিস বাধা দিয়েছে বলে অভিযোগ মোর্চা সমর্থকদের।

Updated By: Aug 4, 2013, 09:27 AM IST

কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী মোর্চা সমর্থক মঙ্গল সিং রাজপুতের দেহ এসে পৌঁছল কালিম্পঙে। সেখানে অপেক্ষা করছেন মোর্চা কর্মীরা। বনধের প্রথম দিনই মারা যান অগ্নিদগ্ধ মোর্চা সমর্থক মঙ্গল সিং।
মোংপুতে গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এক জিটিএ কাউন্সিলর আটক। আটক ব্যক্তির নাম রমেশ লামা।
গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের বনধের দ্বিতীয় দিনেও অশান্ত পাহাড়। কালিঝোরায় ৩১-এ জাতীয় সড়কের কাছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ, মোর্চা সমর্থকদের দিকে। অন্যদিকে দলীয় সমর্থকদের মুক্তির দাবিতে জেলা সেশন জজের এজলাসের সামনে বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা। পরিস্থিতি সামলাতে আদালত চত্বরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গতকাল রাতে পাঁচ মহিলাসহ মোর্চার ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিস।
আগের বনধে সক্রিয় অংশ নেওয়ার অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিসের দাবি। প্রতিবাদে আজ সকালে দার্জিলিং সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে থানা ঘেরাও তুলে দেয়। মোর্চা সমর্থকদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়েছে পুলিস। গ্রেফতার হওয়া মোর্চা সমর্থক ধনমায়া তামাং, সুনীতা তামাং, ইদে অরোরা, আরতি থামে, প্রমোদ শর্মা এবং অঞ্জু ছেত্রীকে সকালেই আদালতে তোলা হয়। প্রমোদ শর্মাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকিরা জামিন পেয়েছেন।

.