পাহাড় বন্ধ আজ ষষ্ঠ দিনে, আজও সেই চেনা ছবি
গোর্খা জনমুক্তি মোর্চার পাহাড় বন্ধ আজ ষষ্ঠ দিনে পড়ল। সকাল থেকেই বনধের চেনা ছবি ধরা পড়েছে তিন মহকুমায়। দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ংয়ে বন্ধ রয়েছে দোকানপাট। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বিভিন্ন সরকারি অফিসের সামনে পিকেটিংয়ের প্রস্তুতি নিচ্ছে মোর্চা। দশটা বাজলেই শুরু হবে পিকেটিং।
পাহাড় সচল রাখতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আজ লোকসভায় সৌগত এই দাবি করেন।
গোর্খা জনমুক্তি মোর্চার পাহাড় বন্ধ আজ ষষ্ঠ দিনে পড়ল। সকাল থেকেই বনধের চেনা ছবি ধরা পড়েছে তিন মহকুমায়। দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ংয়ে বন্ধ রয়েছে দোকানপাট। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। বিভিন্ন সরকারি অফিসের সামনে পিকেটিংয়ের প্রস্তুতি নিচ্ছে মোর্চা। দশটা বাজলেই শুরু হবে পিকেটিং।
গতকাল রাতে পুলিস মোর্চার পাঁচ নেতাকে আটক করে। প্রতিবাদে নারী মোর্চার সদস্যরা দার্জিলিং থানার সামনে বিক্ষোভ দেখান। আটক পাঁচজনের মধ্যে তিনজনকে ছেড়ে দেয় পুলিস। দুজনকে গ্রেফতার করা হয়েছে।