লোকসানের মুখে রাজ্য বিদ্যুত্ পর্ষদ
প্রত্যেকের ঘরে আলো পৌছতে গিয়ে লোকসানের মুখে রাজ্য বিদ্যুত্ পর্ষদ। প্রায় সব জেলাতেই দেখা দিচ্ছে এই সমস্যা। কিন্তু কেন এই সমস্যায় পড়তে হল রাজ্য বিদ্যুত্ পর্ষদকে?
Updated By: Sep 6, 2016, 12:46 PM IST
ওয়েব ডেস্ক: প্রত্যেকের ঘরে আলো পৌছতে গিয়ে লোকসানের মুখে রাজ্য বিদ্যুত্ পর্ষদ। প্রায় সব জেলাতেই দেখা দিচ্ছে এই সমস্যা। কিন্তু কেন এই সমস্যায় পড়তে হল রাজ্য বিদ্যুত্ পর্ষদকে?
অভিযোগ উঠেছে, পর্ষদের গ্রাহক হয়েও প্রতি মাসে বিদ্যুতের বিল দিতে চাইছেন না অনেকেই। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেও বিপত্তি। ঘটে যাচ্ছে ফারাক্কা কিম্বা মগরাহাটের মতো ঘটনা। ফলে প্রতি মাসে কয়েক কোটি টাকা লোকসান হচ্ছে বিদ্যুত দফতরের। এছবি কোনও একটি জেলার নয়। প্রায় সব জেলাতেই এই সমস্যার সম্মুখীন বিদ্যুত্ পর্ষদ। তারপরেও হুশ ফেরেনি কারোও। লোকসান ভরতে ক্রমশ বাড়ছে বিদ্যুতের দাম।