সোনারপুরে কাউন্সিলার শাহেনশার দাদাগিরি

লাফিয়ে লাফিয়ে বাড়ছে জমির দাম। একের পর এক আবাসন। ছোট-মাঝারি কারখানা। আর তাকে কেন্দ্র করে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ-তোলাবাজি। নরেন্দ্রপুর বাইপাস সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দাপাদাপির অভিযোগ দীর্ঘদিনের। রাজপুর-সোনারপুর পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের ইঙ্গিত, ঘটনা  যেখানে ঘটেছে, সেখানে দাপট চলে শাহেনশা মন্ডলের।

Updated By: Jan 24, 2017, 10:53 PM IST
সোনারপুরে কাউন্সিলার শাহেনশার দাদাগিরি

ওয়েব ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে জমির দাম। একের পর এক আবাসন। ছোট-মাঝারি কারখানা। আর তাকে কেন্দ্র করে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ-তোলাবাজি। নরেন্দ্রপুর বাইপাস সংলগ্ন এলাকায় দুষ্কৃতী দাপাদাপির অভিযোগ দীর্ঘদিনের। রাজপুর-সোনারপুর পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের ইঙ্গিত, ঘটনা  যেখানে ঘটেছে, সেখানে দাপট চলে শাহেনশা মন্ডলের।

 

শুধু কী শাহেনশা? নরেন্দ্রপুরের বাইপাস সংলগ্ন এলাকায় রীতিমত দাপাদাপি চলে এমন অনেকেরই। কেন এই বাড়াবাড়ি? 

 

ইএম বাইপাস ও বারুইপুর বাইপাস কানেকটিং উড়ালপুল তৈরি হওয়ার পর থেকেই ওই এলাকার জমির দাম বাড়তে থাকে হু হু করে। একধাক্কায় প্রায় দশগুণ দাম বাড়ে জমির। ওই এলাকায় গড়ে উঠছে একের পর এক আবাসন প্রকল্প, মাঝারি ও ছোট কারখানা। স্থানীয়দের অভিযোগ, আর তাকে কেন্দ্র করেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণ-তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে শাহেনশার বিরুদ্ধে। 

 

শাহেনশার কীর্তি

গত বছর সেপ্টেম্বরে শাহেনশার বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলারকে মারধরের অভিযোগ ওঠে। 

গত বছরই রাস্তায় শাহেনশার দলবলের হাতে নিগৃহীত হন কাউন্সিলারের আত্মীয়া। 

তোলা না দেওয়ার জন্য প্রোমোটারকে মারধরের অভিযোগও রয়েছে। 

.