সিঙ্গুরে দিবস উদযাপনের জন্য জমির কাগজপত্র এবং ক্ষতিপূরণের চেক তৈরির কাজ চলছে দ্রুতগতিতে

সিঙ্গুর উত্সবের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি জমির কাগজপত্র এবং ক্ষতিপূরণের চেক তৈরির কাজও চলছে দ্রুতগতিতে। কাজের অগ্রগতি নিয়ে সোমবার নবান্নে হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Sep 10, 2016, 08:19 PM IST
সিঙ্গুরে দিবস উদযাপনের জন্য জমির কাগজপত্র এবং ক্ষতিপূরণের চেক তৈরির কাজ চলছে দ্রুতগতিতে

ওয়েব ডেস্ক: সিঙ্গুর উত্সবের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। পাশাপাশি জমির কাগজপত্র এবং ক্ষতিপূরণের চেক তৈরির কাজও চলছে দ্রুতগতিতে। কাজের অগ্রগতি নিয়ে সোমবার নবান্নে হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।

দুহাজার আটে ঠিক এখান থেকেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন। আট বছর পর সেখানেই বিজয় উত্সব। সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। আর অনিচ্ছুক কৃষকদের হাতে তুলে দেবেন ক্ষতিপূরণের চেক। সিঙ্গুর তাই এখন মহাব্যস্ত। বিজয় উত্সবের প্রস্তুতি প্রায় শেষ। মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। বিজয় উত্সবের মঞ্চেই কৃষকদের হাতে জমির কাগজপত্র এবং ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

এখনও পর্যন্ত মোট জমির মালিক রয়েছেন ১১,৫৬৩জন। অনিচ্ছুক কৃষকের সংখ্যা ২,২২১জন। ২০০টি চেক রেডি হয়েছে। আবেদনপত্র জমা পড়েছে ৪৫০টি। জমির ৫,৬০০টি মিউটেশন হয়েছে। ১২ সেপ্টেম্বরের মধ্যে সব জমির মিউটেশন হয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রে খবর। ১৪জন কৃষকের হাতে জমির কাগজ তুলে দেবেন মুখ্যমন্ত্রী।ক্ষতিপূরণের চেক পাবেন পনেরোজন অনিচ্ছুক কৃষক।

সিঙ্গুরে প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার হাই পাওয়ার কমিটির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও এ নিয়ে কথা বলবেন তিনি। সিঙ্গুরে বিদ্যুতের সাবস্টেশনের জন্য ইতিমধ্যেই বিকল্প জমি চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া টাটাদের শেড ভাঙা নিয়েও সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। আগামী বুধবার,  মুখ্যমন্ত্রী প্রথম যাবেন বিডিও অফিসে। প্রশাসনিক বৈঠক করবেন। তারপর সিঙ্গুর দিবস উদযাপন।

.