বুধবার থেকে শুরু সিঙ্গুর মামলার শুনানি

বুধবার হাইকোর্টে বিচারপতি পিনাকী ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে সিঙ্গুর মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর পর, কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে, তা নিয়ে টানাপোড়েন চলতেই থাকে।

Updated By: Nov 2, 2011, 10:34 AM IST

বুধবার হাইকোর্টে বিচারপতি পিনাকী ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে সিঙ্গুর মামলার শুনানি শুরু হবে। মঙ্গলবার বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর পর, কোন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে, তা নিয়ে টানাপোড়েন চলতেই থাকে। সরকার পক্ষের আইনজীবীদের বক্তব্য ছিল, এ ধরনের মামলা হতে পারে বিচারপতি পিনাকী ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে। পাল্টা বক্তব্য পেশ করেন টাটাদের আইনজীবীও। আপত্তি ওঠার পরই বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত এবং জয়মাল্য বাগচী  শুনানি বন্ধ করে দেন। মামলাটি পাঠানো হয় প্রধান বিচারপতির জে এন প্যাটেলের কাছে। তিনিই ঠিক করেন, বিচারপতি পিনাকী ঘোষ এবং মৃণালকান্তি চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলাটি হবে।     

.