লকেটের অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে ফের শোকজ কমিশনের

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার। চব্বিশ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলের জবাব তলব করেছে কমিশন। শোকজ করার খবর যদিও অস্বীকার করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

Updated By: Mar 22, 2016, 07:08 PM IST
লকেটের অভিযোগের ভিত্তিতে অনুব্রতকে ফের শোকজ কমিশনের

ওয়েব ডেস্ক: লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। এই নিয়ে দ্বিতীয়বার। চব্বিশ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলের জবাব তলব করেছে কমিশন। শোকজ করার খবর যদিও অস্বীকার করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

নিশানায় অনুব্রত
ফের নির্বাচন কমিশনে লকেট চট্টোপাধ্যায়। ফের অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত এবং আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনেছেন লকেট।

অনুব্রত মণ্ডলকে বাইরে রেখে ভোট করানো যাবে না। ফের মন্তব্য ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থীর। মঙ্গলবারই কমিশনে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে নালিশ জানিয়ে আসেন লকেট। আর কিছুক্ষণের মধ্যেই অনুব্রত মণ্ডলকে শোকজ করে কমিশন। অনুব্রত মণ্ডল যদিও শোকজের খবর উড়িয়ে দিয়েছেন। অস্বীকার করেছেন লকেট চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণের অভিযোগও।

অনুব্রতকে দ্বিতীয় শোকজ
এই প্রথম নয়। বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে এই নিয়ে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলকে শোকজ করল কমিশন। এক সপ্তাহে দ্বিতীয়বার। কর্মিসভায় আপত্তিকর মন্তব্যের কারণে  ২২ মার্চ বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে শোকজ করা হয়। পনেরই মার্চ, বোলপুরে তৃণমূলের জেলা কমিটির মিটিংয়ে, দলের জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের সামনেই তিনি  হুমকি দেন । আগেরবারও কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

.