পলাশে, আবীরে রঙিন রবিতীর্থ

Updated By: Mar 5, 2015, 08:28 PM IST
পলাশে, আবীরে রঙিন রবিতীর্থ

বসন্ত উত্‍সব মানেই শান্তিনিকেতন। একে অপরের সমার্থক। আবীরে-পলাশে রবিতীর্থ আজ রঙিন। শুধু বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরাই নন, এই রং লাগে দেশ-বিদেশের লক্ষাধিক পর্যটকের মনেও।     

বছর যায়। বছর আসে। এক রীতি...নিয়ম এক। তবু যেন শান্তিনিকেতনের দোল ঘিরে উন্মাদনা বেড়েই চলে।....রঙের খেলায় জমজমাট চারদিক। ভোর সাড়ে পাঁচটায় বৈতালিক দিয়ে শুরু। এরপর রবীন্দ্রনাথের গানে-নাচে মুখর হয়ে ওঠে বিশ্বভারতী প্রাঙ্গণ। চলে বসন্ত আহ্বানের পালা।...

শুধু ছাত্রছাত্রীরাই নয়, পর্যটকরাও পা মেলান নাচের তালে। বাউল থেকে রবীন্দ্রগান, উত্‍সবের সুরে বাদ পড়েনি কিছুই। এবছর  শান্তিনিকেতনে পড়তে আসা বিদেশি ছাত্রছাত্রীরাও অংশ নেন নাচের অনুষ্ঠানে।   

শান্তিনিকেতনের দোল দেখতে এবছর প্রায় চার লক্ষেরও বেশি পর্যটক ভিড় করেছিলেন। গত কয়েক মাসে নানা অশান্তিতে বারবার উত্তপ্ত হয়েছে বিশ্বভারতী। তবে দোলের রঙে সব ভুলে, এদিন শুধুই ছিল উত্‍সবের আমেজে গা ভাসিয়ে দেওয়া। বিশ্বভারতীতে এখন কান পাতলে শোনা যাবে...রং যেন মোর মর্মে লাগে, রং যেন মোর কর্মে লাগে...

 

.