আজ বাঁকুড়া আদালতে সিরিয়াল কিলার উদয়ন দাস
আজ রাজ্যে আনা হচ্ছে রায়পুরের সিরিয়াল কিলার উদয়ন দাসকে। সকাল সাড়ে নটায় বিমানে রায়পুর থেকে রওনা হবেন তদন্তকারীরা। কলকাতায় পৌছেই উদয়নকে বাঁকুড়া নিয়ে যাওয়া হবে। আজ দুপুরের মধ্যেই উদয়নকে বাঁকুড়া আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিস।
ওয়েব ডেস্ক: আজ রাজ্যে আনা হচ্ছে রায়পুরের সিরিয়াল কিলার উদয়ন দাসকে। সকাল সাড়ে নটায় বিমানে রায়পুর থেকে রওনা হবেন তদন্তকারীরা। কলকাতায় পৌছেই উদয়নকে বাঁকুড়া নিয়ে যাওয়া হবে। আজ দুপুরের মধ্যেই উদয়নকে বাঁকুড়া আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিস।
উদয়নের বিরুদ্ধে মূল মামলাটি বাঁকুড়া থানাতেই। বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার নিখোঁজ হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ করে মেয়েটির পরিবার। তদন্তে জানা গেছে, আকাঙ্ক্ষাকে মধ্যপ্রদেশের সাকেত নগরের বাড়িতে খুন করে মেঝেয় পুঁতে দেয় উদয়ন।
আরও পড়ুন- উদ্ধার হাড়গোড় সত্যিই কী উদয়নের মা-বাবার?
পরে জেরায় উদয়ন স্বীকার করে, আকাঙ্ক্ষার আগে নিজের বাবা-মাকেও রায়পুরের বাড়িতে খুন করে সে। তারপর বাড়ির বাগানে পুঁতে দেয়। রায়পুরের বাগান খুঁড়ে রবিবারই দুজনের দেহাবশেষ উদ্ধার হয়েছে।