নোটের বাতিলের ধাক্কায় বেহাল দশা সিনিয়র সিটিজেনদের!
নোটের বাতিলের ধাক্কায় বেহাল দশা সিনিয়র সিটিজেনদের। কোনও কোনও ব্যাঙ্ক প্রতিশ্রুতি দিলেও, পেনশনারদের জন্য আলাদা লাইন চোখে পড়েনি কোথাও। সাধারণ লাইনে দাঁড়িয়ে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে প্রবীণ নাগরিকদের। কালো টাকার দুনীর্তি রুখতে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক। ৫০০-১০০০-র নোট রাতারাতি কাগজের টুকড়ো। অচল নোট বদলাতে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। রেহাই নেই সিনিয়র সিটিজেনদেরও। নভেম্বর মাস। পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়। কিন্তু, জমা নেবে কে? অচল নোট বদলাতে গোটা শহর ভেঙে পড়েছে ব্যাঙ্কের বাইরে। হাত তুলে দিয়েছেন ব্যাঙ্ক-কর্মীরা।অথৈ জলে প্রবীন নাগরিকরা।
ওয়েব ডেস্ক: নোটের বাতিলের ধাক্কায় বেহাল দশা সিনিয়র সিটিজেনদের। কোনও কোনও ব্যাঙ্ক প্রতিশ্রুতি দিলেও, পেনশনারদের জন্য আলাদা লাইন চোখে পড়েনি কোথাও। সাধারণ লাইনে দাঁড়িয়ে চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে প্রবীণ নাগরিকদের। কালো টাকার দুনীর্তি রুখতে মোদীর সার্জিক্যাল স্ট্রাইক। ৫০০-১০০০-র নোট রাতারাতি কাগজের টুকড়ো। অচল নোট বদলাতে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। রেহাই নেই সিনিয়র সিটিজেনদেরও। নভেম্বর মাস। পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়। কিন্তু, জমা নেবে কে? অচল নোট বদলাতে গোটা শহর ভেঙে পড়েছে ব্যাঙ্কের বাইরে। হাত তুলে দিয়েছেন ব্যাঙ্ক-কর্মীরা।অথৈ জলে প্রবীন নাগরিকরা।
আরও পড়ুন অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট
প্রবীন নাগরিকদের জন্য আলাদা লাইনের প্রতিশ্রুতি দিয়েছিল কোনও কোনও ব্যাঙ্ক। কিন্তু, কোথায় কী? বালি থেকে বালিগঞ্জ কোথাও চোখে পড়েনি আলাদা লাইন। কোথাও দুঘণ্টা তো কোথাও তিন ঘণ্টা ঠাই লাইনে দাঁড়াতে হয়েছে অশক্ত মানুষগুলোকে। তারপরও সমস্যা মিটছে কই? চেকে টাকা তুলতে গিয়ে হাতে এসেছে দু হাজারের নয়া নোট। কী করবেন তা দিয়ে? ভেবেই কুল পাচ্ছেন না। প্রধানমন্ত্রী বলছেন ৫০ টা দিন ধৈর্য ধরুণ। কিন্তু অশক্ত শরীরে আর কত হয়রানি সহ্য করতে হবে। প্রশ্ন তুলছেন অশীতিপর মানুষগুলো।
আরও পড়ুন নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী