জামিন অযোগ্য ধারায় জামিন, ইসলামপুর পুলিসের বিরুদ্ধে অভিযোগ

জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের পরও এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা। স্থানীয় দুই তৃণমূল নেতার চাপে পুলিস অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ।

Updated By: Apr 30, 2012, 10:56 AM IST

জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের পরও এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা। স্থানীয় দুই তৃণমূল নেতার চাপে পুলিস অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই  অবশ্য ফের গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করেন।   
পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে দক্ষিণ দিনাজপুরের সামরা গ্রামের বাসিন্দা রাজু সরকার গত বিশে ফেব্রুয়ারি গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আইপিসি ৩৪১, ৩২৩, ৩২৬ ও ৩৪ ধারায় মামলা শুরু হয় তিন অভিযুক্ত রমজান আলি মিঞা, বাবলু সরকার ও মান্নান সরকারের বিরুদ্ধে। এর মধ্যে আইপিসি ৩২৬ ধারাটি জামিন অযোগ্য।
 
ঘটনার দুমাস পর ২৮ এপ্রিল গঙ্গারামপুর বাজার থেকে গ্রেফতার করা হয় বাবলু সরকার নামে এক অভিযুক্তকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাকে পুলিস ছেড়ে দেয় বলে অভিযোগ। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারের পরও কীভাবে ধৃতকে ছেড়ে দিল পুলিস, তা নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল নেতা অভিযুক্তকে ছেড়ে দেওয়ার জন্য থানার ওপর চাপ সৃষ্টি করে।    
 
এই ঘটনা প্রকাশ্যে চলে আসার পরই ২৮ এপ্রিল গভীর রাতে ফের পুলিস গ্রেফতার করে বাবলু সরকারকে। রবিবার ধৃতকে বুনিয়াদপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দেন।  এসডিপিও গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে পুলিস সুপারের কাছে গঙ্গারামপুর থানার আইসি-র বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
 
              

.