ছাত্র সংসদ নির্বাচনে হেরে তৃণমূলের হামলা দঃ দিনাজপুরে

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায়। বুধবার জেলার পাঁচটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন ছিল। নির্বাচনের ফল ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে জেলার বিভিন্ন জায়গা।

Updated By: Feb 22, 2012, 10:16 PM IST

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের একাধিক জায়গায়। বুধবার জেলার পাঁচটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন ছিল। নির্বাচনের ফল ঘোষণার পরেই উত্তপ্ত হয়ে ওঠে জেলার বিভিন্ন জায়গা। বালুরঘাট কলেজে এসএফআই-পিএসইউ জোট জয়ী হওয়ায় পুনর্নিবাচনের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে টিএমসিপি- সিপি জোট। সাড়ে ৩ ঘন্টা ধরে অধ্যক্ষকে ঘেরাও করে রাখার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর অধ্যক্ষ বিনয় রবিদাসকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হলে পুলিসের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারী ছাত্রদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস। এলাকায় মোতায়েন করা হয়েছে র‌্যাফ-ও। লাঠিচার্জের ঘটনায় ১২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বালুরঘাট হাসপাতালে ভর্তি ছজন। অন্যদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে অধ্যক্ষকে। ইতিমধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে ৫টি কলেজেই। তিনটিতে জয়ী বামপন্থী ছাত্র সংগঠন। দুটিতে টিএমসিপি --সিপি জোট জিতেছে বলে জানা গিয়েছে।

.