আত্রেয়ী নদীকে বাঁচাতে হাঁটু জলে মানববন্ধন

Updated By: Apr 21, 2015, 08:32 PM IST
আত্রেয়ী নদীকে বাঁচাতে হাঁটু জলে মানববন্ধন

ওয়েব ডেস্ক: শুকিয়ে যাচ্ছে আত্রেয়ী। নামছে জলস্তর। এই অবস্থায় নদীকে বাঁচাতে এবার এগিয়ে এলেন দক্ষিণ দিনাজপুরের মানুষ। আত্রেয়ীর জন্য এমনই সে আবেগ, যে নদীতে নেমে, একহাঁটু জলে হল মানববন্ধন। উদ্দেশ্য, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা।        

এ আবাহনের পিছনে রয়েছে একরাশ দুশ্চিন্তা। কী হবে আত্রেয়ীর? কে বাঁচাবে তাকে?

দক্ষিণ দিনাজপুরের অন্যতম এই নদী কিছুদিন ধরে শুকিয়ে যাচ্ছে। কিন্তু কেন? খোঁজখবর করতেই জানা যায়, ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে, ফুলবাড়ি ব্রিজের কাছে গড়ে উঠেছে একটি বাঁধ। অভিযোগ, অবৈধ ওই বাঁধের কারণেই একটু একটু করে মজে যাচ্ছে আত্রেয়ী।

আত্রেয়ী বাঁচাতে গড়ে তোলা হয়েছে মুক্তমঞ্চ আত্রেয়ী সত্যাগ্রহ কমিটি। তাদেরই উদ্যোগে মঙ্গলবার নদীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  প্রতিবাদীদের দাবি একটাই, বিষয়টি এবার দেখুক রাজ্য সরকার। তিস্তা চুক্তি নিয়ে আলোচনার সময় যেন তুলে ধরা হয় আত্রেয়ীর বাঁধের প্রসঙ্গও।

.