সরকারি আইনজীবীর আপত্তি সত্ত্বেও জামিন পেলেন সাত্তোরের নির্যাতিতা

সরকারি আইনজীবীর তীব্র বিরোধিতা সত্ত্বেও জামিন পেলেন সাত্তোরের নির্যাতিতা। শুনানিতে নজিরবিহীনভাবে নির্যাতিতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সরকারি আইনজীবী। নির্যাতিতাকে  ভয়ঙ্কর, প্রচণ্ড শক্তিশালী বলে বর্ণনা করেন তিনি। খুনের চেষ্টার ধারা যুক্ত করারও দাবি তোলেন নির্যাতিতার বিরুদ্ধে। তবে সরকারি আইনজীবীর কোনও যুক্তিই গৃহীত হয়নি। জামিন পেয়ে যান নির্যাতিতা। সাত্তোর বোমা মামলায় নির্যাতিতার জামিনের শুনানিতে তীব্র বাগযুদ্ধে উত্তপ্ত হল আদালত। ভুয়ো সাক্ষ্যের অভিযোগে চাপে পুলিস। তাই হয়তো অভিযুক্তদের একবারও হেফাজতে চায়নি । কিন্তু শুরু থেকেই অসম্ভব আক্রমণাত্মক ছিলেন সরকারি আইনজীবী।

Updated By: Jul 10, 2015, 08:57 PM IST
সরকারি আইনজীবীর আপত্তি সত্ত্বেও জামিন পেলেন সাত্তোরের নির্যাতিতা

ব্যুরো: সরকারি আইনজীবীর তীব্র বিরোধিতা সত্ত্বেও জামিন পেলেন সাত্তোরের নির্যাতিতা। শুনানিতে নজিরবিহীনভাবে নির্যাতিতার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সরকারি আইনজীবী। নির্যাতিতাকে  ভয়ঙ্কর, প্রচণ্ড শক্তিশালী বলে বর্ণনা করেন তিনি। খুনের চেষ্টার ধারা যুক্ত করারও দাবি তোলেন নির্যাতিতার বিরুদ্ধে। তবে সরকারি আইনজীবীর কোনও যুক্তিই গৃহীত হয়নি। জামিন পেয়ে যান নির্যাতিতা। সাত্তোর বোমা মামলায় নির্যাতিতার জামিনের শুনানিতে তীব্র বাগযুদ্ধে উত্তপ্ত হল আদালত। ভুয়ো সাক্ষ্যের অভিযোগে চাপে পুলিস। তাই হয়তো অভিযুক্তদের একবারও হেফাজতে চায়নি । কিন্তু শুরু থেকেই অসম্ভব আক্রমণাত্মক ছিলেন সরকারি আইনজীবী।

শুনানির শুরুতে নির্যাতিতার আইনজীবী বলেন,

''আমার মক্কেলদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ নেই। তাঁদের জামিন দেওয়া হোক। মহিলার কোলে শিশু রয়েছে। মানবিক দিকটিও বিচার করা হোক''

উত্তরে সরকারি আইনজীবী  বলেন, ''মহিলা ভয়ঙ্কর, প্রচণ্ড শক্তিশালী। কোলে শিশু থাকলেই দ্রৌপদী হয় না। বর্ধমান বিস্ফোরণেই তা প্রমাণ হয়েছে। ওই ক্ষেত্রেও অভিযুক্তদের কোলে শিশু ছিল। তাসত্ত্বেও তারা জামিন পায়নি।''

সরকারি আইনজীবী আরও বলেন,''নির্যাতিতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করা হোক।''

জবাবে বিচারক বলেন  ''স্রেফ অনুমানের ভিত্তিতে তিনশো সাত ধারা যুক্ত করা যায় না। পুলিসও অভিযুক্তদের নিজেদের হেফাজতে চায়নি। তাই নির্যাতিতা ও তাঁর শাশুড়ির জামিন মঞ্জুর করা হল।''

জামিনে ছাড়া পেয়ে তিনি খুশি। জানিয়েছেন সাত্তোরের নির্যাতিতা।

বাকি চার জনের জামিন যদিও নাকচ করে দেন বিচারক।

 

.